ED আধিকারিকদের হাতে গ্রেফতার হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেছিলেন, “তাপস মণ্ডল আমার থেকে ৫০ লাখ টাকা ঘুষ চেয়েছিল। সেই অর্থ দিতে অস্বীকার করি বলে আমার সঙ্গে এসব হচ্ছে।” তিনি কোনও অর্থ নেননি বলেও দাবি করেছিলেন। একইসঙ্গে দলের বিষয়টি টেনে না আনার আবেদন করতে শোনা যায় তাঁকে।
প্রাথমিকভাবে যে তথ্য সামনে উঠে আসছিল, তাতে ১৯ কোটি প্রসঙ্গ উঠে আসে। তাপস মণ্ডলের মুখেও একাধিকবার ১৯ কোটি প্রসঙ্গ শোনা যায়। কিন্তু, কমপক্ষে ৩০ কোটি টাকা কুন্তল নিয়েছে বলে আদালতে দাবি করে ED। এদিন তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। পালটা কুন্তলের আইনজীবী সওয়াল করেন, “তাপস তদন্তে সহযোগিতা করছেন বলে তাঁকে গ্রেফতার করা হয়নি। কুন্তলও তদন্তে সহযোগিতা করেছিলেন। কিন্তু, কেন সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করা হল?” অন্যদিকে, ED-র পক্ষ থেকে জানানো হয়, ২০ জানুয়ারি তাঁর ফ্ল্যাটে তদন্তকারীরা অভিযান চালান। ২১ তারিখ সকালে তল্লাশি শেষ হয়। রাতভর তল্লাশি চলে। এই সময় কুন্তল তদন্তে সহযোগিতা না করার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, কুন্তলের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাপস মণ্ডল। তিনি জানান, তাঁর কুন্তলের সঙ্গে কোনও ব্যক্তিগত সমস্যা নেই। অনেকের থেকে টাকা নিয়ে ফেরত দেননি কুন্তল, এই দাবিও করেছেন তিনি। আর তাই বিষয়টি তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন বলে মন্তব্য করেন।