Gaatchora: গাঁটছড়ার দি এন্ড! কবে শেষ এপিসোড – bengali serial gaatchora can be end very soon


সবই আছে আগের থেকে ঠিক করা… গাঁটছড়া ধারাবাহিকের টাইটেল ট্র্যাকের এক মোক্ষম লাইন। সিরিয়ালের শুরু শেষও আগের থেকেই ঠিক করা থাকে। না, এখানে একটু রদবদল করতেই হচ্ছে। মেগা সিরিয়াল শেষের দিনে বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে ঠিক করা থাকে না। তা ডিপেন্ড করে টিআরপি-র ওঠানামার উপর এবং আরও গুচ্ছের জিনিসের উপর। আর সেই সবের উপর ভর করেই এবার শাটার পড়ছে আরও একটি সিরিয়ালের সেটে। গাঁটছড়া। শোলাঙ্কি ও গৌরবের হইচই ফেলে দেওয়া সিরিয়াল। টিআরপির দৌড়ে মোটেই ভালো ফল পাচ্ছিল না এই ধারাবাহিক। একাধিক ট্যুইস্ট এনেও দর্শকের মন ধরে রাখতে পারেনি গাঁটছড়া (Gaatchora)। ফলে আপাতত জোর গুঞ্জন দাঁড়ি পড়তে চলেছে এই সিরিয়ালের দৌড়ে। মৌমাছিদের গুঞ্জন এপ্রিল বা খুব জোড় মে মাসের মধ্যেই শেষ হবে ঋদ্ধি খড়ির পথ চলা। অতএব হাতে রয়েছে মেরে কেটে মাস তিনেক। তবে টেলি দুনিয়ায় এই মাস তিনেকেও আকাশ পাতাল এদিক থেকে ওদিক হয়ে যেতেই পারে… জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *