গতবারের পঞ্চায়েত ভোট নিয়ে বলতে গিয়ে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “পাঁচ বছর আগে ভোট লুঠ করে জিতেছিল। সেইসব জালি সদস্য ও জালি প্রধানরা মানুষের টাকা লুঠ করেছে। মানুষের মধ্যে চরম আক্রোশ রয়েছে। পঞ্চায়েত ভোট অবাধ ও স্বচ্ছভাবে হলে তৃনমূল জিতবে না। তাই দলদাস পুলিশ দিয়ে ভোট করাতে চাইছে শাসকদল।”
রাজ্যে বারংবার কেন্দ্রীয় দল আসা নিয়ে ইতিমধ্যেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “উত্তরপ্রদেশে তো চুরি হয় না। উত্তরপ্রদেশে কোন নেতার বান্ধবীর বাড়ি থেকে এত কোটি টাকা উদ্ধার হয়েছে! উত্তরপ্রদেশে কোন যুবনেতার এরকম বিলাসবহুল ফ্ল্যাট দেখা গিয়েছে! যে রাজ্যে দুর্নীতি হবে, সেখানে কেন্দ্রীয় দল আসবেই।” কয়েকদিন আগেই অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলেছেন লক্ষ্মীর ভান্ডার (Mamata Banerjee) ‘মাস্টার স্ট্রোক’। সোমবার এই বিষয় নিয়েও মুখ খোলেন সুকান্ত। তিনি বলেন, “কিছু মানুষকে সাময়িক বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেটা তো আমরাও বারবার বলেছি। তাহলে তো এটা মাস্টার স্ট্রোকই। এতে যে মহিলা পাঁচশো টাকা করে পাচ্ছেন, তার ছেলে কি চাকরি পাচ্ছে? কিন্তু BJP সরকার আসামে করে দেখিয়েছে। অসহায় মহিলাদের তিন হাজার টাকা আর তার সঙ্গে চাকরিও দিয়েছে।”
এছাড়াও সুকান্ত এদিন ISF-এর হিংসাত্মক হয়ে ওঠা আন্দোলন নিয়েও কথা বলেন। তিনি জানান, “এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা মিটিং মিছিল করতেই পারেন। কিন্তু তাদের নীতির সঙ্গে আমাদের কোনও মিল নেই। কিন্তু তাদের অধিকার আছে মঞ্চ বাঁধার, মিটিং করার। সেখানে বক্তব্য যদি দেশবিরোধী হয়, তারজন্য পুলিশ আছে, প্রশাসন আছে। কিন্তু যদি গনতান্ত্রিক হয়, ভারতের সংবিধানকে মেনে হয়, তাহলে যে কারও এই ধরনের কর্মসূচি করার, প্রতিষ্ঠা দিবস পালন করার অধিকার আছে।” পাহাড়ে GTA বাতিলের ডাক প্রসঙ্গে সুকান্ত বলেন, “আমরাও বলেছি GTA অসাংবিধানিক। এই অসংবিধানিক বডি নিয়ে কোনও উন্নয়ন সম্ভব না।”