Hiran Chatterjee: ‘অভিষেক দরজা খুললে তবে তো হিরণ আসবেন,’ কটাক্ষ অজিত মাইতি – tmc leader ajit maity comment after bjp mla hiran chatterjee


West Bengal Local News ফুলবদলের জল্পনা ও মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির (Ajit Maity) সঙ্গে ভাইরাল ছবিকাণ্ডের সপ্তাহ খানেক বাদেই অবশেষে সেই নিয়ে মুখ খুললেন বিজেপির খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সরাসরি সাংবাদিক সম্মেলন করে বলেন, ”তৃণমূল চোরের দল। কোনও সৎ নেতা ওই দলে থাকতে চান না। আমি বিজেপিতেই আছি ।” একইসঙ্গে তাঁর দাবি, ভাইরাল ওই ছবি আসলে ডিজিটালাইজেশনের কারিকুরি। হিরণের এদিনের দাবি প্রসঙ্গে পালটা মুখ খুললেন মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি।

ভাইরাল ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছিল তৃণমূল নেতা অজিত মাইতিকে। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের এই দাবির পর মুখ খোলেন মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর। তিনি বলেন, ”বিজেপির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে গেলে এটা তো সত্যিই অস্বাভাবিক ঘটনা। তবে এটা আমার কাছে আলোড়ন ফেলা ঘটনা। সব থেকে গুরুত্বপূর্ণ অভিষেক দরজা খুললে তবে তো হিরণ তৃণমূলে আসবে।” এখানেই শেষ নয়, অজিত মাইতির দাবি, ”অভিষেক তো সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের এখন খুব একটা আলোচনা হয়নি। আমাদের এখন নতুন করে কাউকে নেওয়ার মতো কোনও ভাবনা নেই। শুধু হিরণ নয়, আরও অনেকেই দলে যোগ দেবে বলে যোগাযোগ করেছে। কিন্তু, অভিষেক দরজা না খুললে হবে কী করে।”

Hiran Chatterjee: অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন? দলবদল নিয়ে মুখ খুললেন হিরণ

তৃণমূলের জেলার কো-অর্ডিনেটরের দাবি, ”ওঁকে যদি জোর করে নিয়ে যাওয়ার ঘটনা হত, তাহলে তৃণমূলের কেউ ওঁর বাড়ি যেত। ও তো যেত না। ওসব ছবি ফেক বলে এখন কী লাভ। অনেকেই এমন আছে, একঘণ্টা আগে মিটিং করে, স্লোগান দিয়ে একঘণ্টা পরে গিয়ে অন্য দলে যোগ দিয়েছে এমন নজিরও আছে। তবে বিজেপির অনেকেই আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু তাদের দলে নেওয়া হবে কিনা এ সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নেবেন।”

Abhishek Banerjee on Hiran Chatterjee: ‘আমি হিরণের জায়গায় থাকলে দুটো কাজ করতাম…,’ মন্তব্য অভিষেকের

সপ্তাহ খানেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন বিজেপি বিধায়ক হিরণ বলে একটি ছবি ছড়িয়ে পড়ে। যে ছবিটিকে এদিন জাল বলে দাবি করেন খড়গপুরের বিধায়ক। আরআরআর (RRR) এর ছবির গ্রাফিক্সের প্রসঙ্গে টেনে এনে তিনি বলেন, ডিজিটালাইজেশন আর আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স মিলিয়ে ছবিটিতে কারিকুরি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *