দেব সম্পর্কে বিস্ফোরক হিরণ!
শনিবার ফের একবার গোরু এবং কয়লা পাচার মামলায় অন্যতম মূলচক্রী এনামুল হকের থেকে টাকা নেওয়ার প্রসঙ্গ তোলেন বিধায়ক হিরণ। এর আগেও অবশ্য তিনি বলেছিলেন, “কেবলমাত্র এনামুল হকই (Enamul Haque) নয় আরও এক আন্তর্জাতিক ক্রিমিনালের থেকে দেবের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা ঢুকতে পারে। শুধু তাই নয়, ওই ক্রিমিনালের সঙ্গে পার্টনারশিপ ব্যবসাও রয়েছে তাঁর। বন্ধুত্ব ছিল, আছে, থাকবে। অভিনেতা (Actor Dev) হিসেবে শ্রদ্ধা, সম্মান জানিয়েই বলছি CBI ডাকল মানেই তিনি দোষী নন। তিনি জীবনে কখনও কারও কাছ থেকে এক টাকা নেননি। এমন কিছু করেননি যাতে মাথা নীচু করে থাকতে হয়। কে এনামুল হক তিনি চেনেন না। কত মিথ্যা একটা কথা একটা মানুষ বলতে পারেন। উনি যদি এত মহানুভব হন, তাহলে প্রমাণ করে দিক কারও থেকে টানা নেননি।”
হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) দাবি করেন, “আমি মিডিয়া থেকেই জানতে পেরেছি, একজন আন্তর্জাতিক ক্রিমিনালের থেকে উনি টাকা নিয়েছেন। বা তাঁর অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে পারে। ওই ক্রিমিনালের সঙ্গে ওঁর ব্যবসায়িক পার্টনারশিপও রয়েছে। ধীরে ধীরে আরও তথ্য প্রকাশ্যে আসবে। মানিকবাবু, পার্থবাবুদের যখন প্রথম জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন তাঁরাও অস্বীকার করেছিলেন সবটা। বলেছিলেন তাঁর নিষ্পাপ। কিন্তু, যখন তদন্ত এগোল দেখা গেল আলমারি থেকে, খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে।”
দেবের জন্যই কি তাঁর বিনোদনে কেরিয়ার শেষের পথে? এ প্রসঙ্গেও এদিন অকপট জবাব দিয়েছেন BJP বিধায়ক।