TMC Party Office : তৃণমূলের পার্টি অফিসে ভয়াবহ আগুন! অভিযোগের তির BJP-র দিকে – arambagh fire catches at tmc party office at midnight


Hooghly News : শনিবার রাতে আরামবাগের (Arambagh) বাতানোর গ্রাম পঞ্চায়েতের মোরারপারা এলাকায় তৃণমূলের (Trinamool Congress) পার্টি অফিসে আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেতেই স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করেন। সেই মুহূর্তে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী ও আরামবাগ (Arambag) থানার পুলিশ। শেষ পর্যন্ত বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে তৃণমূল (Trinamool Congress) নেতা কাঞ্চন মুন্সির নেতৃত্বে খড়ের চালার এই তৃণমূলের পার্টি অফিসটি তৈরি করা হয়। কিন্তু এই পুরো সময়টাই পার্টি অফিস অক্ষুন্ন থাকলেও, কিভাবে শনিবার রাতে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন তৃনমূল নেতৃত্ব।

Hooghly News : BJP করার অপরাধে মারধর, বাড়ি ভাঙচুর! হুগলিতে গ্রেফতার দুই তৃনমূল কর্মী
এই বিষয়ে তৃণমূল নেতা কাঞ্চন মুন্সি জানান, “গতকাল অনেক রাত পর্যন্তই এই পার্টি অফিসে আমাদের দলীয় কর্মীরা ছিলেন। তারপর তারা অফিসে তালা দিয়ে বাড়ি চলে যান। তারপরেই বেশ কিছু দুষ্কৃতী এসে রাতের অন্ধকারের সুযোগে অফিসে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি টিভি ও শতাধিক দলীয় ফেস্টুন এবং ব্যানার”। অন্যদিকে এক স্থানীয় বাসিন্দা জানান, “এই আগুন থেকে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কারন পাশেই খড়ের গাদা ছিল”। অন্যদিকে এই বিষয়ে আরামবাগ BJP-র সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করে দেখলেই তা বোঝা যাবে। কারন বেশিভাগ সময়ই বাতানোরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে”।

Dhanbad Hospital Fire : ধানবাদের হাসপাতাল আবাসনে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত সস্ত্রীক বাঙালি চিকিৎসক
যদিও আরামবাগ ব্লক তৃনমুল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী এই বিষয়ে জানান, “BJP চক্রান্ত করে এই সব ঘটনা ঘটাচ্ছে। এই ভাবে পঞ্চায়েত ভোটের বৈতরণী পার হওয়ায় যাবে না। BJP-র মুখোশ খুলে যাচ্ছে। মানুষ উন্নয়নের পাশেই আছেন”। সবমিলিয়ে শাসক দল তৃনমুলের পার্টি অফিসে আগুন লাগায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা আরামবাগ মহকুমা জুড়ে। এই বিষয়ে এই গ্রামেরই স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই আগুন লাগার ঘটনা ঘিরে কোন সময় যে আবার রাজনৈতিক হিংসা হানাহানি লেগে যাবে গ্রাম জুড়ে তা কেউ বলতে পারছেন না। গ্রামের সাধারন মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশের কাছে অনুরোধ রইল এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *