Minakshi Mukherjee : ‘একশো দিনের কাজের বকেয়া পাচ্ছেন না! সিপটি মারুন’, তোপ মীনাক্ষীর – dyfi state secretary minakshi mukherjee criticized state government


West Bengal News : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বিভিন্ন জনসভা কর্মসূচি থেকে একে অপরকে কটাক্ষ করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। আর বিরোধী দলের নেতা নেত্রীরা ভালো করেই জানেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজে (100 days work project) দুর্নীতি ইস্যু বড় প্রভাব ফেলতে চলেছে। তাই জায়গায় জায়গায় এই দুর্নীতির প্রসঙ্গ তুলে রাজ্যের শাসকদলকে বিঁধতে ছাড়ছেন না বিরোধীরা।

Minakshi Mukherjee: বেশি ট্যাঁফো করো না, টেংরি খুলে দিতে আমরাও জানি: মীনাক্ষী
আর এই একশো দিনের কাজের (100 Days Work Project) টাকা বকেয়া থাকার প্রসঙ্গ তুলে এই প্রকল্পের কর্মচারীদের বড় উপদেশ দিলেন DYFI রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। সোমবার বিকেলে বাঁকুড়া (Bankura) জেলার খাতড়ার (Khatra) রুক্মিনী তলায় সংগঠনের বাঁকুড়া (Bankura) জেলা সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি। সেখান থেকেই একশো দিনের কাজের বকেয়া টাকা না পেলে ‘সিপটি’ মারার নিদান দিলেন ২০২১ বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে লড়া মীনাক্ষি।

Pradhan Mantri Awas Yojana : আবাসের তদন্তে শান্তিপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল, পঞ্চায়েত প্রধানকে ‘জিজ্ঞাসাবাদ’!
DYFI রাজ্য সম্পাদিকা মীনাক্ষী (Minakshi Mukherjee) এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কে পয়সা খেয়েছে জানি না, কাজ করিয়েছো, তাই পয়সা দিতে হবে। একশো দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের সমস্ত বকেয়া পাওনা দিতে হবে।” এরপরেই তিনি বলেন, “মাগনা নাকি! আমার আপনার ট্যাক্সের পয়সায় একশো দিনের কাজ করিয়েছে। বলছে পয়সা দিচ্ছেনা।” এরপরেই রাজ্য ও কেন্দ্রের শাসকদলকে একসঙ্গে বিঁধে মীনাক্ষী বলেন, “রাতে হনু দিনে তিনু করা নেতারা দিল্লী থেকে ডেলি প্যাসেঞ্জারি করছেন। প্রয়োজনে হাতে ‘সিপটি’ তৈরি রাখতে হবে। যারা আবাস যোজনার টাকায় নিজেদের চার তলা বাড়ি বানাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে BDO বা কেন্দ্রীয় প্রতিনিধিদল FIR না করলে আমাদেরই (DYFI নেতা কর্মী) দায়িত্ব নিতে হবে।” গ্রাম অঞ্চলে ‘সিপটি’ মারা অর্থাৎ বেত মারাকে বোঝায়।

MGNREGA : আবাসের পর ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ! খতিয়ে দেখতে মালদায় কেন্দ্রীয় প্রতিনিধিদল
তাঁর কটাক্ষ, “BJP ও তৃণমূল (Trinamool Congress) পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করছে।” একইসঙ্গে, নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যু নিয়ে তোপ দেগেছেন মীনাক্ষী। পাশাপাশি, পঞ্চায়েত ভোটের লক্ষ্যে দলের কর্মীদের আরও তৎপর হওয়ার বার্তা দিয়েছেন মীনাক্ষী। মীনাক্ষী বলেন, “রাজ্যে কোথাও কাজ নেই। বালি, মাটি সব চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। আর যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও ভয়ের মধ্যে রয়েছেন। সরকার বেকারদের আশা ভরসা সব ভেঙে দিয়েছে।” মীনাক্ষী আরও বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামে নিজেদের কোমর শক্ত করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে জান প্রাণ দিয়ে লড়তে হবে। আরও বেশি কর্মীদের নিযুক্ত করতে হবে, যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *