ED Raid: বিলাসবহুল আবাসন-অফিসে হানা, কলকাতা জুড়ে ED তল্লাশি ঘিরে শোরগোল – enforcement directorate raid is going on various location of kolkata


ED raid at Kolkata: ফের নজরে কলকাতা। শহরের একাধিক জায়গায় অভিযানে নামল ইডি (Enforcement Directorate)। মঙ্গলবার সকালে ইডির ১২টি দল তল্লাশি চালাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। আনন্দপুর থেকে ট্যাংরায় চালানো হচ্ছে তল্লাশি।

মঙ্গলের সকালে সিজিও কমপ্লেক্স (CGO complex) থেকে বেরিয়ে শহরের বিভিন্ন দিকে একইসঙ্গে অভিযানে বেরোয় ইডি আধিকারিকদের দল। ইডি সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থার অফিস সহ তল্লাশি চালানো হচ্ছে একাধিক অভিজাত আবাসনেও। জানা গিয়েছে, ট্যাংরা, আলিপুর, আনন্দপুর, নিউ আলিপুর (New Alipore), হেস্টিংস, বজবজ, মহেশতলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। তবে কী কারণে এই অভিযান তা এখনও জানা যায়নি।

Tollywood Actress TET Scam : নিয়োগ দুর্নীতিতে অভিনেত্রী! নাম প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আনন্দপুরের অভিজাত আবাসনে তল্লাশি চালাচ্ছেন ইডির বিশাল দল। সূত্রের খবর, ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগের পাশাপাশি বেআইনি লেনদেনের একাধিক অভিযোগ খতিয়ে দেখতেই অভিযান। একটি বেসরকারি সংস্থা ইডি রাডারে। তাদের অফিস ছাড়াও বোর্ড ডিরেক্টরদের বাড়িতেও চালানো হচ্ছে তল্লাশি। মূলত, এর পিছনে কোনও প্রভাবশালীর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মানে এই সংস্থার মাধ্যমে কোনও কালো টাকা সাদা করা হত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) সহ একাধিক মামলায় এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে ইডি। হুগলির বলাগড়ের যুবনেতা কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করে ইডি। তদন্তকারী আধিকারিকদের সূত্রে খবর, তিনটি বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করে জোড়া লাগিয়ে একটি বড় ফ্ল্যাট তৈরি করেছে। সেখান থেকে মামলার সঙ্গে যুক্ত অগুনন্তি প্রামাণ্য নথি পেয়েছে ইডি বলে খবর। জানা গিয়েছে, কুন্তল ঘোষের বাড়ি থেকে ২০২২ সালের টেটের ১৮৯ জনের অ্যাডমিট কার্ড এবং ওএমআর শিটের কপি পাওয়া গিয়েছে। এই তথ্য শোনার পর ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এ নিয়েও বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ED-কে।

Justice Abhijit Gangopadhyay On Kuntal: ‘…রাজ্যটাকে ধ্বংস করে দেবে!’ নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা কুন্তলকে নিয়ে উষ্মা প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ED-এর দাবি, কুন্তলের চিনার পার্কের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর হওয়া TET-এর কিছু পরীক্ষার্থীর ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ডের ফটোকপি উদ্ধার হয়েছে। কী ভাবে কুন্তলের ফ্ল্যাটে তা এল? তা নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডল ED আধিকারিকদের কাছে দাবি করেছিলেন, চাকরি প্রার্থীদের থেকে প্রায় ১৯ কোটি নিয়েছেন। সেই সূত্র ধরেই ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন কুন্তল ঘোষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *