এরপরেই বিষয়টি পরিষ্কার হবে। তবে আন্ডারপাসের ছাদে মাথায় ধাক্কা লেগে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে অনুমান করছেন ফরেন্সিক আধিকারিকরা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনও কারণে ওই ব্যক্তি ট্রাকটির ছাদে উঠে গিয়েছিল। অসাবধানতাবশত আন্ডারপাসের ছাদে মাথায় ধাক্কা লাগে ওই ব্যক্তির। মাথা থেতলে যায় তাঁর। ধাক্কা লাগার কারণে মৃত্যু হতে পারে। সেই সমস্ত সম্ভাবনা এদিন পরীক্ষা করে দেখা হয়। গত শনিবার সকালে ময়নাগুড়িতে একটি আলু বোঝাই ট্রাকের উপর থেকে এক অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এর পরেই পুলিশ ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে। পুলিশের তদন্তে উঠে এসেছে ট্রাকটি ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি থেকে আলু নিয়ে আসাম যাচ্ছিল। ট্রাকটি ময়নাগুড়ি শহরে না ঢুকে দোমহনী এলাকা দিয়ে গিয়েছিল।
ঘটনার দিন সকাল সাড়ে ৬টা নাগাদ স্থানীয় এক বাসিন্দা পাম্পের শৌচাগারে আসেন। ওই সময়ে তিনি দেখতে পান, ট্রাকের উপরে কেউ শুয়ে রয়েছেন। ওই ব্যক্তির পা বাইরের দিকে ঝুলছে। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পাম্পের কর্মীদের খবর দেন তিনি। পরে অন্য একটি ট্রাকের উপরে উঠে তাঁরা দেখতে পান, আলুর বস্তার সঙ্গেই মুখ ঢাকা অবস্থায় এক জনের দেহ বাঁধা রয়েছে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। সেই সময় দেখে ট্রাকের ভিতরেই ঘুমিয়ে রয়েছে চালক এবং খালাসি। পুলিশ সূত্রের খবর, ওজন করানোর জন্য অসম মোড়ের ওই কেন্দ্রে ভোর পৌনে ৫টা নাগাদ পৌঁছয় ট্রাকটি। তখন ওজন কেন্দ্র বন্ধ থাকায় চালক সেটি সেখানেই দাঁড় করিয়ে রাখেন। এরপর উদ্ধার হয় মৃতদেহ।