Uttar 24 Pargana News : জঙ্গল থেকে উদ্ধার মহিলার দেহ! ১২ ঘণ্টার মধ্যে খুনের কিনারা পুলিশের – body of a woman found from jungle in police arrested one in this case


West Bengal Local News: বীজপুর থানার তৎপরতায় ১২ ঘন্টার মধ্যে নিউ কলোনিতে জঙ্গল থেকে মহিলা দেহ উদ্ধারের খুনের ঘটনায় গ্রেফতার যুবক। শুক্রবার কাঁচরাপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ফোর্থ এভিনিউর নিউ কলোনি এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। ওই এলাকা থেকে বাসন্তী ভট্টাচার্য নামে বছর সাতচল্লিশের এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার কাঁচরাপাড়ায় নিউ কলোনিতে জঙ্গলে কাঠ কুড়াতে আসেন দু’জন। তাঁরা সেখানে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় নেমেছে পুলিশ। এই মহিলাকে খুন করা হয়েছে না ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। বীজপুর থানার পুলিশ জানিয়েছে মৃতদেহের সনাক্তকরণের পর পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে চাইছে তাঁরা।

Bankura News : প্রেমিকার স্বামীর মাথায় লোহার রডের বাড়ি! মাফলার দিয়ে শ্বাসরোধ করে খুন, বাঁকুড়ায় চাঞ্চল্য
এই ঘটনায় জয়প্রকাশ রাম বছর তিরিশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। আজ অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর মহাকুমা আদালতে। অভিযুক্তর বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কারণে ওই মহিলাকে খুন করা হয়েছে তা এখনও জানায়নি পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে তথ্য বের করার চেষ্টা করবে পুলিশ।

Murshidabad News : শাশুড়িকে খুনের অভিযোগ বউমার বিরুদ্ধে, সঙ্গ দিল মৃতার ছেলেও! অভিযোগ ঘিরে শোরগোল
গোটা ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্কিত নিউ কলোনী এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, আগে কোনদিন এরকম ঘটনা ঘটেনি। কিন্তু জনবহুল এলাকায় এরকম ঘটনা ঘটায় যথেষ্ট চিন্তিত তারা। এই খুনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রিম্পা মণ্ডল বলেন, ‘কাল সকালবেলা জানা গেল যে ওখানে একজনের মৃতদেহ পড়ে রয়েছে। একজন মহিলার মৃতদেহ ছিল। আমাদের বাড়ির খুবই কাছে এই ঘটনায় ঘটায় আমরা আতঙ্কিত রয়েছি। আগেও এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। আমরা চাই যে প্রশাসন জঙ্গল কেটে এলাকা পরিষ্কার করুন। নইলে আগামী দিনে আবার এই ধরনের ঘটনা ঘটতে পারে।’ আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ওই জঙ্গলের পাশ দিয়ে আমাদের বাড়ির লোকেরা যাতায়াত করে। বাড়ির বাচ্চারা স্কুলে পড়তে যায়। এই কথা শুনে আমাদের ভীষণই ভয় লাগছে। প্রশাসনের তরেফে পুলিশি টহলদারির ব্যবস্থা করা হোক।’

Dakshin Dinajpur : রান্নার সময় আচমকা উড়ল ভাতের হাঁড়ি, গুরুতর জখম বধূ

স্থানীয় বাসিন্দা জয়ন্তী মণ্ডল বলেন, ‘আমি শুনলাম কাটা অবস্থায় এক মহিলার মৃতদেহ সেখানে পড়ে রয়েছে। কয়েকজন জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে ওই মহিলার মৃতদেহ দেখতে পায়। সে স্থানীয় বাসিন্দা কিনা, সেটাও আমরা জানি না। খবর পেয়ে পুলিশ এসেছিল বলে শুনেছি। আমার খুবই ভয় পেয়েছি। ৩০ বছর ধরে এখানে রয়েছি, কোনওদিন এখানে এই ধরনের ঘটনা ঘটেনি। এখন যদিও হঠাৎ করে একজনের কাটা দেহ উদ্ধার হয়, ভয় লাগাটাই স্বাভাবিক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *