সেই প্রসঙ্গই টেনে এনেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে সত্য পরিসংখ্যান দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের ভাষণের বিরোধিতা করেছেন তিনি। শুভেন্দু বলেন, “রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও BJP কর্মীরা আক্রান্ত হচ্ছে। তারপরেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কীভাবে সন্তোষ প্রকাশ করা হল?”
অন্যদিকে, বিধানসভায় BJP বিধায়কদের বিক্ষোভ প্রদর্শনের তীব্র বিরোধিতা করতে শোনা যায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, “ আমরা কখনই জগদীপ ধনখড়কে ‘হায় হায়’ বা ‘গো ব্যাক’ বলিনি। বিধানসভায় দাঁড়িয়ে এটা বলাটা অন্যায়-পাপ, যা BJP করেছে।” উল্লেখ্য, বিধানসভায় রাজ্যপাল ভাষণের শুরুতেই শোকপ্রস্তাব পাঠ করেছিলেন। তাঁর মূল ভাষণ পাঠ শুরুর কিছুক্ষণের মধ্যেই বিরোধীরা স্লোগান দিতে শুরু করে। এদিন ‘চোর ধরো জেল ভরো’ স্লোগানও তোলেন BJP বিধায়করা। রাজ্যপালের ভাষণ নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন BJP বিধায়ক অসীম সরকার। যদিও BJP বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কুণাল ঘোষ বলেন, “এটা একটা হাস্যকর বিষয় করেছে ওরা। রাজ্যে BJP রাজভবন নির্ভর রাজনীতি করতে অভ্যস্থ। কিন্তু, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস এখনও পর্যন্ত সম্পূর্ণ নিরপেক্ষ। তাই ওরা এসব স্লোগান দিচ্ছে।”