Malda News : গাঁদা ফুল চাষ করে ধনকুবের! মালদার দেবব্রতর মাসে আয় জানেন? – malda farmer earns lakhs by cultivating marigold flower know his success story


Malda News : ধান, সবজি থেকে অনান্য ফসলের তুলনায় গাঁদা (Marigold Flower Cultivation) ফুল চাষে লাভ বেশি। তাই দীর্ঘ কয়েক বছর ধরেই ফুল চাষ করে আসছেন স্থানীয় চাষি দেবব্রত সরকার। তাঁর এমন সাফল্য দেখে আশেপাশের কৃষকরাও গাঁদা ফুল চাষে এগিয়ে আসছেন। প্রতিবেশি কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে এখন তিনি এলাকার কৃষক ‘মেন্টর’ হয়ে উঠেছেন। পুরাতন মালদার (Malda) শিবগঞ্জ এলাকার বাসিন্দা গাঁদা ফুল চাষি দেবব্রত সরকার। গত দশ বছর ধরে তিনি নিজের প্রচেষ্টায় গাঁদা ফুল চাষ করে আসছেন। প্রতি সপ্তাহে একবিঘা জমি থেকে দুই থেকে তিন ক্যুইন্ট্যাল ফুল উৎপাদন হচ্ছে। বাজারে ভালো দামে বিক্রিও হচ্ছে সেই ফুল। দেবব্রত সরকার জানান, মালদায় গাঁদা ফুল চাষ তেমন ভাবে হতো না। তাই এখানে ভালো মানের চারা পাওয়া যায় না। তিনি নদিয়া (Nadia) জেলা থেকে গাছের চারা নিয়ে আসেন। বছরের বিভিন্ন সময়ে গাঁদা চাষ হলেও দেবব্রত সরকার শুধু মাত্র শীতের মরশুমে চাষ করছেন। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে গাছের চারা লাগান।

Purba Medinipur News : শীত পড়তেই চড়চড় করে দাম উঠছে চন্দ্রমল্লিকার, মুখে হাসি পাঁশকুড়ার চাষিদের
প্রায় দুই মাস পর থেকেই ফুল ফুটতে শুরু করে। ফুল ফোটা শুরু হলে নিয়মিত গাছের পরিচর্যা ও জল দিতে হয়। তাছাড়া আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই বলে জানান তিনি। নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গাছে ফুল ফোটে। বর্তমানে মালদার বাজারে ৮০ টাকা কেজি দরে পাইকারি মূল্যে ফুল বিক্রি করছেন কৃষকেরা। দেবব্রত সরকার বলেন, “প্রতি সপ্তাহে প্রায় তিন ক্যুইন্ট্যাল ফুল বিক্রি করছি। চার মাস ফুল বিক্রি করে লক্ষাধিক টাকা উপার্জন। এক বিঘা ফুল চাষে খরচ প্রায় ২০ হাজার টাকা।” সে কারণে এলাকার অন্যান্য চাষিদেরও ফুল চাষের ব্যাপারে উৎসাহ প্রদান করেন। দেবব্রত সরকার জানান, এলাকার অনেক চাষি একাধিক ঝক্কি পেরিয়ে অন্যান্য আনাজ বা ফসল ফলিয়েও ঘরে ভালো মুনাফা তুলতে পারেন না। সে কারণে আমার চাষ দেখে তাঁরাও যথেষ্ট উৎসাহিত।

Hooghly News : সমবায় সমিতির দেওয়া সার প্রয়োগে বিঘার পর বিঘা আলুগাছ নষ্ট! মাথায় হাত হুগলির চাষিদের
কৃষি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফুলের চাষ করতে হলে প্রথমেই জমি নির্বাচন করতে হবে। সাধারণত এঁটেল দো-আঁশ মাটি ফুল চাষের জন্য বেশি উপযোগী। যে জমিতে ফুল চাষ করা হবে, খেয়াল রাখতে হবে তা যেন নিচু না হয়। অর্থাৎ জমিতে যেন জল জমে না থাকে। পাশাপাশি জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। গাঁদা চাষে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। তিন মৌসুমেই এই ফুল চাষ করা যায়। এর জন্য তাপমাত্রা ১৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হওয়া উচিত। এর চেয়ে বেশি তাপমাত্রা থাকলে গাছের ক্ষতি হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *