১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সোহম (Soham Chakraborty) ও সায়নীর ছবি। অথচ ৯ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত ছবিটিকে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। এমনই অভিযোগ তোলা হয় সোহম এন্টারটেইমেন্ট এবং টিম LSD-র পক্ষ থেকে। অন্যদিকে বুধবার একটি প্রোমোশনে গিয়ে কী বলেছিলেন সোহম? শুনে নেব..