বিমানবন্দর সূত্রে খবর, নূর সেলিম মহম্মদ নামে এক ব্যক্তি ব্যাংকক থেকে বেসরকারি বিমানে কলকাতায় আসেন। কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁর হাবভাব দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের অফিসারদের। তখন তাঁকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে লুকানো সোনার পেস্ট। কোথা থেকে এই সোনা এল? জিজ্ঞাসা করতেই সব কথা স্বীকার করে নেয় ধৃত। তারপরেই সোনা বাজেয়াপ্ত করা হয়। কোথা থেকে এই সোনা নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সব বিষয়ে খুঁটিয়ে দেখছেন শুল্ক দফতরের অফিসাররা।
প্রসঙ্গত, এর আগেও কলকাতা বিমানবন্দর থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে একাধিকবার। সোনার পেস্ট তৈরি করে তা বিদেশ থেকে নিয়ে আসার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পর থেকেই সতর্কতা বাড়িয়েছেন শুল্ক দফতরের কর্তারা। সোনা বিদেশ থেকে ভারতে নিয়ে এসে দুটো কাজ করা হয়। এক, পাচার করে সরাসরি টাকা রোজগার। দুই, বিদেশ থেকে আনা সোনা দোকানে বিক্রি করে টাকা নিয়ে নেওয়া। বারবার এমন ঘটনা ঘটায় কলকাতা বিমানবন্দর দিয়ে সোনা পাচারের চেষ্টার উপর বাড়তি নজরদারি করা হয়েছে। এবার আবার ব্যাংকক থেকে আসা বিমানযাত্রীর থেকে সোনা উদ্ধার হল কলকাতা বিমানবন্দরে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বড় কোনও পাচার চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী অধিকারীরা।