Kolkata Airport : শার্টের কলারে লুকিয়ে অভিনব কায়দায় সোনা পাচার, কলকাতা বিমানবন্দরে আটক ১ – kolkata airport gold recovered and police arrested 1 man


Gold Smuggling Case : অভিনব কায়দায় সোনা পাচারের ছক বানচাল। শুল্ক দফতরের আধিকারিকদের তৎপরতায় লক্ষাধিক টাকার সোনা উদ্ধার হল কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে। অভিনব কায়দায় বিদেশ থেকে কলকাতায় আনা হচ্ছিল এই সোনা। সোনাকে গলিয়ে পেস্ট তৈরি করে সেটিকে টি–শার্টের কলারে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার আগেই তা উদ্ধার করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক দফতরের আধিকারিকরা। ধৃত ব্যক্তির নাম সেলিম মহম্মদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মোট ৩৪৬.২২ গ্রাম সোনার পেস্ট। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা বলে জানানো হয়েছে। শুল্ক দফতরের অফিসাররা সেই সোনার পেস্ট বাজেয়াপ্ত করেছেন। ওই ব্যক্তিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের সঙ্গে সোনা পাচার চক্রের কোনও যোগাযোগ আছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Kolkata Airport : যাত্রীর ব্যাগে তাজা কার্তুজ, কলকাতা বিমানবন্দরে হুলস্থুল
বিমানবন্দর সূত্রে খবর, নূর সেলিম মহম্মদ নামে এক ব্যক্তি ব্যাংকক থেকে বেসরকারি বিমানে কলকাতায় আসেন। কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁর হাবভাব দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের অফিসারদের। তখন তাঁকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে লুকানো সোনার পেস্ট। কোথা থেকে এই সোনা এল?‌ জিজ্ঞাসা করতেই সব কথা স্বীকার করে নেয় ধৃত। তারপরেই সোনা বাজেয়াপ্ত করা হয়। কোথা থেকে এই সোনা নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সব বিষয়ে খুঁটিয়ে দেখছেন শুল্ক দফতরের অফিসাররা।

Fake Gold Bar : নকল সোনার বাট বিক্রি করে লাখ লাখ টাকার প্রতারণা ভাঙরে! দিল্লি থেকে গ্রেফতার মূল চাঁই
প্রসঙ্গত, এর আগেও কলকাতা বিমানবন্দর থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে একাধিকবার। সোনার পেস্ট তৈরি করে তা বিদেশ থেকে নিয়ে আসার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পর থেকেই সতর্কতা বাড়িয়েছেন শুল্ক দফতরের কর্তারা। সোনা বিদেশ থেকে ভারতে নিয়ে এসে দুটো কাজ করা হয়। এক, পাচার করে সরাসরি টাকা রোজগার। দুই, বিদেশ থেকে আনা সোনা দোকানে বিক্রি করে টাকা নিয়ে নেওয়া। বারবার এমন ঘটনা ঘটায় কলকাতা বিমানবন্দর দিয়ে সোনা পাচারের চেষ্টার উপর বাড়তি নজরদারি করা হয়েছে। এবার আবার ব্যাংকক থেকে আসা বিমানযাত্রীর থেকে সোনা উদ্ধার হল কলকাতা বিমানবন্দরে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বড় কোনও পাচার চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী অধিকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *