Murshidabad News : দু’দিন পরও অধরা পলাতক বন্দি, ‘শাস্তির’ মুখে থানার পুলিশ কর্মীরা – murshidabad drug smuggler prisoner fugitive question arises against police


Murshidabad : ৪৮ ঘন্টা পার। অধরা পলাতক অভিযুক্ত মাদক কারবারি। অভিযুক্ত যুবকের খোঁজ না মেলায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় রানিনগর থানার (Raninagar Police Station) পুলিশের উপর কঠোর শাস্তির খাড়া ঝুলছে বলেও পুলিশ সূত্র থেকেই জানতে পারা গিয়েছে। কীভাবে থানা থেকে অভিযুক্ত যুবক পালাল তারও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলেও সূত্রের খবর। পালিয়ে যাওয়ার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা বিভাগীয় তদন্তে তারও উত্তর খোঁজা হচ্ছে। রানিনগর পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তের খোঁজ চলছে। শীঘ্রই ধরা পড়বে। অভিযুক্ত মাদক কারবারীর সঙ্গে বাংলাদেশী যোগও কেউ উড়িয়ে দিতে পারছে না। সেক্ষেত্রে অভিযুক্ত রনি শেখ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত (India-Bangladesh Border) পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকলে পুলিশের হাতে লাগার সম্ভাবনা খুবই ক্ষীণ বলেই পুলিশ মহলের এলাংশের অনুমান।

Murshidabad News : পুলিশের চোখে ধুলো দিয়ে থানা থেকে চম্পট মাদক কারবারি, চলছে তল্লাশি অভিযান
গত বুধবার রাতে মাদক কারবারে জড়িত রনি শেখকে চররাজাপুর থেকে গ্রেফতার করে রানিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু তার আগে বৃহস্পতিবার ভোরে পালিয়ে যাওয়ার ছক কষে পুলিশ লকআপে অসুস্থতার ভান করে রনি। লকআপ থেকে বার করে তাকে থানার বেঞ্চে রাখা হয়। পুলিশের উদাসিনতার সুযোগে থানা থেকে চম্পট দেয় রনি শেখ। লকআপ থেকে বার করার পর নিয়ম অনুয়ায়ী অভিযুক্তের হাতে হাতকড়া পড়ানোই পুলিশি নিয়মে পড়ে। নজরদারির জন্য একজন সশ্রস্ত্র পুলিশও তার সামনে মোতায়েন রাখা নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু বিষয়টিকে হালকাভাবে নিয়ে কোনও নিয়মেরই ধার ধারেনি কর্তব্যরত পুলিশ বলে অভিযোগ। সে সময় সেনট্রিই বা কোথায় ছিল ? এইসব প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে রানিনগর থানার কোর্টবির্ট পুলিশ আধিকারিকদের ভবিষ্যৎ।

South Dinajpur Road Accident : হেডফোন কানে স্টিয়ারিং-এ হাত! বাস দুর্ঘটনায় আহত ১৪
পাশাপাশি দোষী সাব্যস্ত পুলিশের উপর শাস্তির খাড়া কীভাবে নেমে আসবে তাও নির্ভর করছে তদন্তের উপর। যদিও এখনও অভিযুক্তকে খুঁজে না পাওয়া রানিনগর থানা ও জেলা পুলিশের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিন সন্ধ্যা পর্যন্ত পলাতক অভিযুক্তের হদিশ মেলাতে না পারায় চাপ ক্রমশ বাড়ছে। প্রসঙ্গত, রনি শেখকে বৃহস্পতিবার বহরমপুর আদালতে (Berhampore Court) হাজির করার কথা ছিল। তার আগে এদিন সকালে পুলিশ লকআপে ‘অসুস্থ’ হয়ে পড়ে সে। চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বার করা হলে সুযোগ বুঝেই থানা থেকেই চম্পট দেয় রনি। পিছন পিছন তাড়া করেও তার কোনও নাগাল পায়নি পুলিশ। পরে জানা যায় পালিয়ে যাওয়ার ছক কষেই অসুস্থতার ভান করেছিল রনি শেখ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *