Primary TET Result : স্বচ্ছ নিয়োগে নজরদারি চালান টেট-উত্তীর্ণরা, বার্তা পুরনোদের – primary tet scam case old job aspirants warns the new passed out


এই সময়: এক দিকে আশা আর অন্য দিকে এখনও একটা চাকরির চিঠির জন্যে হাপিত্যেশ অপেক্ষা। ওঁদের কারও ধর্না রাস্তায়, কেউ ধর্না না দিয়েও চাকরির জন্যে দিন গুনছেন। শুক্রবার এক দিকে যখন ২০২২-এর প্রাথমিকের টেটের (Primary TET) ফলাফল প্রকাশ হয়েছে, তখনও ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে রাস্তায় বসে ২০১৪ সালের চাকরিপ্রার্থীরা। আবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি যাচ্ছে। রাস্তায় বসে থাকা চাকরিপ্রার্থীরা আশা দেখছেন, এ বার হয়তো সেই জায়গায় তাঁদের চাকরি মিলবে। সেই সঙ্গে নতুন চাকরিপ্রার্থীদের প্রতি পুরনো চাকরিপ্রার্থীদের পরামর্শ, চাকরির জন্যে দুর্নীতির আশ্রয় নয়, যোগ্যতাই যেন মানা হয়, সেটা নিজেরাই খেয়াল রাখুন। আদালত, ইডি বা সিবিআইয়ের উপরে ভরসা নয়, প্রত্যেক নতুন চাকরিপ্রার্থীই হয়ে উঠুন স্বচ্ছতার চৌকিদার। ২০২২-এর টেটে পাশ করেছেন দেড় লক্ষেরও বেশি প্রার্থী। তাঁদের আগে এই চাকরির লাইনে অপেক্ষা করছেন ২০১২, ২০১৪ এবং ২০১৭-র টেট-উত্তীর্ণরা। তাঁদের মধ্যে ২০১৪-র চাকরিপ্রার্থীদের ধর্না শুক্রবার ১৭৪ দিনে পড়ল। এখনও তাঁদের ৭০০০ জন চাকরির অপেক্ষায়। নতুনদের শুভেচ্ছা জানিয়েও টেট আন্দোলনকারীদের তরফে অচিন্ত্য সামন্ত বলেন, ‘নতুনরা পুরনোদের যন্ত্রণা, অবজ্ঞার কথা মাথায় রাখুন। বিশেষ করে ২০১৪-র টেট-উত্তীর্ণদের কথা।

Primary TET Scam : ভুয়ো সাইটে পর্ষদের নামে রেজাল্ট-জালিয়াতি
আমাদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে।’ নতুন চাকরিপ্রার্থীদের প্রতি অচিন্ত্যর আবেদন, ‘আপনারা দুর্নীতি বা কোনও ফাঁদে পা দেবেন না। এ পর্যন্ত নিজের যোগ্যতাতেই এগিয়েছেন। আগামী দিনেও পারবেন। কেউ যাতে টাকার বিনিময়ে কাউকে চাকরি দিয়ে ঠকাতে না পারে, সে দিকে আপনাদেরই খেয়াল রাখতে হবে।’ একই কথা ২০১৭-র টেট-উত্তীর্ণ ১০ হাজার চাকরিপ্রার্থীদেরও। তাঁরা ধর্নায় না বসলেও মঞ্চ তৈরি করেছেন। সেই মঞ্চের তরফে শাহরুপ আলম বলেন, ‘বেআইনি ভাবে চাকরি পেলে তা যে টেকে না, সেটা আদালতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই নতুনরা নিজেদের সুরক্ষিত ভবিষ্যতের কথা ভেবে গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখুন।’ দ্রুত নিয়োগ প্রক্রিয়ার দাবিতেও সরব হয়েছেন তাঁরা। নতুনদের ফলাফল প্রকাশ করতে গিয়ে অবশ্য পুরনোদের জন্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বার্তা, ‘১০টির বেশি জেলায় ইন্টারভিউ-পর্ব মিটেছে। বাকি জেলাতেও দ্রুত মিটতে চলেছে।’

SSC Scam In Bengal : উচ্চ প্রাথমিকে ৯ বছর পরেও শিক্ষক নিয়োগে সংশয় কাটেনি
পাশাপাশি গত দু’দিনে প্রথমে ৮০৫ জন শিক্ষক ও শুক্রবার ১৯১১ জন গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিল করেছে হাইকোর্ট। রাস্তায় বসে থাকা অপেক্ষারত চাকরিপ্রার্থীদের ক্রম অনুযায়ী নিয়োগের নির্দেশও দিয়েছে আদালত। এই প্রেক্ষিতে কিছু জনের বেকারত্ব ঘোচার আশা তৈরি হয়েছে। তবু পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না চাকরিপ্রার্থীরা। গ্রুপ সি ও ডি-র চাকরিপ্রার্থীরা ১৭৪ দিন ধরে ধর্নায়। তাঁদের তরফে শুভেন্দু দফাদারের বক্তব্য, ‘২০১৬ থেকে চাকরির জন্যে অপেক্ষা করছি। আদালতের নির্দেশে আড়াই হাজারের বেশি নিয়োগের সম্ভাবনা তৈরি হলেও এর পরেও প্রায় ৪৫০০ চাকরিপ্রার্থী অপেক্ষারত। তাঁদের নিয়োগ কবে হবে?’ একই প্রশ্ন নবম-দশমের ৬৯৮ দিন ধরে ধর্নারত এসএসসি চাকরিপ্রার্থীদেরও। তাঁদের তরফে শহীদুল্লাহ বলেন, ‘এই যে ৮০৫ জনের চাকরি গেল, সেটা দুর্নীতির একটি অভিযোগের প্রেক্ষিতে। বাকি অভিযোগ প্রমাণিত হতে আরও সময় লাগবে। তা হলে কি ততদিন আমাদের রাস্তাতেই বসে থাকতে হবে?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *