মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হলো রাজ্য সরকারের তরফে।

হাইলাইটস
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বুলেটপ্রুফ গাড়ি সমেত জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হলো রাজ্য সরকারের তরফে।
- রবিবার কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে কনভয় নিয়ে শান্তিনিকেতন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।
- সেখান থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে তাঁর।
মমতা নির্দেশ দেন, অমর্ত্যকে এখন থেকে রাজ্যের তরফে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে। রবিবার সকালে জেড প্লাস নিরাপত্তায় মুড়ে ফেলা হয় অমর্ত্যের ‘প্রতীচী’ বাসভবন। স্বয়ংক্রিয় অস্ত্র সমেত বহু নিরাপত্তারক্ষী মজুত ছিলেন সেখানে। কলকাতার উদ্দেশে রওনা হওয়ার সময়ে তাঁর নিরাপত্তায় ছিল পাঁচটি গাড়ির কনভয়, বুলেটপ্রুফ গাড়িও। যদিও বসতে অসুবিধা হওয়ায় সেই গাড়িতে চাপেননি অমর্ত্য সেন। একটি নীলবাতি ও জাতীয় পতাকা লাগানো গাড়িতে ওঠেন তিনি৷ বুলেটপ্রুফ গাড়িটি তাঁর কনভয়েই ছিল। পরিবার সূত্রে খবর, দিল্লিতে একটি আলোচনাচক্রে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ১৬ ফেব্রুয়ারি আবার শান্তিনিকেতনে ফেরার কথা অমর্ত্যর।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
