Murshidabad News : বউদির সঙ্গে ত্রিকোণ প্রেম! ৭ বছর পর মহিলার বাগানে মিলল ‘নিখোঁজ’ যুবকের হদিশ – youth dead body found from garden after seven years police solved case


আদালতের নির্দেশে তদন্তে নেমে সাত বছর আগের খুনের কিনারা করল ডোমকল থানার পুলিশ। ত্রিকোণ প্রেম ও আর্থিক লেনদেনের ঘটনায় খুন করা হয়েছিল যুবককে। ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করেছে। খুন করে মহিলার বাড়ির সেপটিক ট্যাঙ্কে দেহ লুকিয়ে রাখা হয়েছিল। পরে সেই দেহ বাড়ি থেকে কিছু দুরে বাগানে পুঁতে রাখা হয়েছিল। বাগান খুঁড়ে কঙ্কাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। কঙ্কাল মিললে তা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

UP Parents Killed Daughter : ব্যাগে প্রেগন্যান্সি কিট কেন? ‘অপবিত্র’ মেয়েকে খুন করে অ্যাসিড বাবা-মায়ের
ডোমকল থানার গঙ্গাদাসপুরের বালিপাড়ার মৃত যুবকের নাম রোসনিয়ার মল্লিক। ঘটনায় হাসিনা বিবি নামে এক মহিলা ও সানাউল্লা শেখ নামে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার বাড়ি বালিপাড়া। সানাউল্লা বাঘারপুর রমনার বাসিন্দা। ২০১৬ সালে নিখোঁজ হন রোসনিয়ার মল্লিক। ধৃত মহিলার সঙ্গে রোসনিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। হাসিনা সম্পর্কে রোসনিয়ারের বউদি। তাঁদের সম্পর্কের কথা কয়েদিনর মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি একাধিক ব্যক্তির সঙ্গে ওই মহিলার শারীরিক সম্পর্ক ও যোগাযোগ ছিল বলেই জানিয়েছে পুলিশ।

Haridevpur Incident : পরকীয়ার জেরে আত্মহত্যা? হরিদেবপুরের ফ্ল্যাটে ঝুলন্ত স্বামীর সঙ্গেই অচেনা মহিলার দেহ উদ্ধার! হতবাক স্ত্রী
রোসনিয়ারের নিখোঁজ রহস্যে ওই মহিলার দিকেই অভিযোগের আঙুল ওঠে। এমনকী নিখোঁজ যুবকের তরফেও হাসিনা বিবির দিকে অভিযোগের আঙুল তোলা হয়। পরিবারে দাবি, এদিন হাসিনার ফোনMurshidabad, Dead Body, Domkal Police, Love Affairs, Police Case, Murder Case, মুর্শিদাবাদ, ডোমকল, খুনপেয়ে বাড়ি থেকে বেরনোর পরই নিখোঁজ হয়ে যায়। জেরায় তাঁরা স্বীকার করেছেন যে বাড়িতে রোসনিয়ারকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। কিন্তু, ঘটনার পর তদন্তে নেমে কোনও প্রমাণ মেলেনি বলেই আদালতে জানিয়েছিল পুলিশ। সেই কারণে মামলাও ধামা চাপা পড়ে যায়। বাড়ির সেপটিক ট্যাঙ্কে দেহ লুকোলেও সম্প্রতি তাই বাইরে থেকে যাচ্ছিল। সেই কারণে দেহ সেখান থেকে তুলে বাগানে পুঁতে ফেলা হয়।

Asansol Latest News: স্বামী-সন্তান ছেড়ে পর পুরুষের সঙ্গে বিছানায়, প্রেমিকের মৃত্যুতে সন্দেহের নিশানায় আসানসোলের বধূ
মৃতের পরিবার হালও ছেড়ে দিয়েছিল। তবে ফের তারা তদন্তের দাবিতে আদালতের দ্বারস্ত হয়। ২০২২ সালে আদালত ওই মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশে তদন্তে নামেন এক ডোমকল থানার এক সাব ইনস্পেক্টর। তাঁর বুদ্ধিদীপ্ত তদন্তেই রহস্য উদঘাটন হয়। সোমবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাগানের মাটি খুঁজে কঙ্কালের হদিশ চালাচ্ছে পুলিশ। এখনও কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়। মামলা সাত বছর ছেলের খুনের ঘটনা জানতে পেরে শোকাহত পরিবার। তাঁরা দোষীদের চরম শাস্তির দাবি করেছেন। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *