এসএসসির উপদেষ্টা কমিটির সঙ্গে সরাসরি যোগ চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের। সরাসরি কমিটির তিন সদস্যের কাছে পৌছে যেত টাকা। কারা তারা? কত টাকা পৌছেছিল? চন্দনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা সিবিআইয়ের। জেলায় জেলায় জাল ছড়িয়েছিল চন্দন। চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ করত চন্দনের এজেন্টরা। গ্রুপ সিতে চাকরির নামে একশোরও বেশি প্রার্থীর থেকে তোলা হয় টাকা। সিবিআই নজরে চন্দনের এজেন্টরাও।
Source link
