West Bengal Latest News: অটোচালক প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ফাঁস, সমপ্রেম সম্পর্কের টানাপোড়েনে মৃত্যু ISI ক্যান্টিন কর্মী? – indian statistical institute canteen worker roommate is arrested by the police in his murder case


ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (ISI) ক্যান্টিনে কর্মরত সুমন ওরফে শ্রীমন্ত মাঝি হত্যারহস্যের পর্দা ফাঁস করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ভাড়া বাড়িতে সুমনের নিথর দেহ উদ্ধার হয়। ওই বাড়িতে অটোচালক সুমন বিশ্বাসের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শ্রীমন্ত এবং সুমন সমপ্রেমী ছিলেন। এমনকী, একত্রে বসবাসও শুরু করেন তাঁরা। কিন্তু, কিছুদিন ধরেই শ্রীমন্ত সুমনকে স্ত্রী-সন্তানদের ছেড়ে তাঁর সঙ্গে থাকার জন্য জোর করতে থাকে। এরপরেই অশান্তির সূত্রপাত।

Baranagar Death : স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ক্যান্টিনে কাজ করা যুবকের রহস্যমৃত্যু, রুম-মেটের খোঁজে তল্লাশি
পরিবারকে ছাড়তে রাজি ছিলেন না অভিযুক্ত সুমন। এদিকে তার উপর চাপ তৈরি করার জন্য ফেসবুকে সুমনের কিছু আপত্তিকর ছবি পোস্ট করেছিলেন শ্রীমন্ত। গত বুধবার রাতে এই নিয়েই তাঁদের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপর শ্রীমন্তকে শ্বাসরোধ করে হত্যা করে সুমন বিশ্বাস, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমনই তথ্য।

কীভাবে সমপ্রেমের সূত্রপাত?
জানা গিয়েছে, পেশায় অটোচালক সুমন বিশ্বাসের বাড়ি চাকদায়। তিনি বিবাহিত এবং তাঁর দুই সন্তান রয়েছে। কিন্তু, এরপর ISI-এর ক্যান্টিনে কর্মরত শ্রীমন্তর সঙ্গে তাঁর আলাপ হয়। এরপরেই তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। যদিও শ্রীমন্তর সঙ্গে প্রেম এবং সমপ্রেমিতার বিষয়টি পরিবারের থেকে আড়ালেই রাখতে চেয়েছিলেন সুমন।

Haridevpur Incident : পরকীয়ার জেরে আত্মহত্যা? হরিদেবপুরের ফ্ল্যাটে ঝুলন্ত স্বামীর সঙ্গেই অচেনা মহিলার দেহ উদ্ধার! হতবাক স্ত্রী
কিন্তু, একসঙ্গে থাকাও শুরু করেছিলেন তাঁরা। সুভাষপল্লিতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন সুমন বিশ্বাস। পেশায় অটোচালক এই যুবক কিছুদিন বাদে সেই বাড়িতেই নিয়ে আসে শ্রীমন্তকে। প্রতিবেশীরা জানান, কোনওভাবেই এই দুই যুবকের মধ্যে কোনও অন্য সম্পর্ক থাকতে পারে এই বিষয়টি তাঁদের মাথায় আসেনি।

তবে তাঁদের মধ্যে স্বামী -স্ত্রীর মতোই কথাবার্তা হতো বলেও দাবি প্রতিবেশীদের একাংশের। কিন্তু, সুমনের স্ত্রীকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না ISI ক্যান্টিনের কর্মী শ্রীমন্ত। তিনি বারবার সুমনকে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এমনকী, সুমনের কিছু আপত্তিকর ছবিও তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বলে অভিযোগ।

South 24 Parganas News : মেলা দেখে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, কুলতলিতে গ্রেফতার ২
এরপরেই বুধবার রাতে শ্রীমন্তর সঙ্গে সুমনের ঝগড়া শুরু হয়। এরপরেই সুমন শ্রীমন্তকে শ্বাসরোধ করে খুন করে বলে প্রাথমিক অনুমান পুলিশের। অটো চালক সুমন এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। কিন্তু, অবশেষে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, এই ঘটনায় হতবার ওই ভাড়া বাড়ির মালিক। তিনি জানান, ওই দু’জন অন্য কারও ঝামেলায় জড়াতেন না। ভাড়াও সময় মতো দিতেন। তাঁদের কেউ কাওকে হত্যা করতে পারে এই বিষয়টি ধারণার বাইরে বলেও মন্তব্য তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *