DA Latest News : শেষে রায় লিখলেন বিচারপতি নিজেই! – da protest calcutta high court stalemate continued


এই সময়: ডিএ-র দাবিতে কর্মচারীদের পেন ডাউনে মঙ্গলবার একপ্রকার অচলই থাকল কলকাতা হাইকোর্ট। তার মধ্যেই কোনও বিচারপতি শুনানি করে রায় নিজে লিপিবদ্ধ করলেন, আবার কোথাও বিচারপতির অফিসার-অন-স্পেশাল-ডিউটি লিপিবদ্ধ করলেন রায়। নিচুতলার কর্মীদের এই কর্মবিরতিতে গেটের তালা খুলতে হাত লাগাতে হলো হাইকোর্টের রেজিস্ট্রারকে।

DA Latest News : রাজ্যজুড়ে DA-এর দাবিতে কর্মবিরতির ডাক, উলটপূরাণ হুগলিতে!
ডিএ-আন্দোলনে সামিল হন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রাররাও (এআর)। যদিও বহু পদ ফাঁকা থাকা নিয়ে এআর-দের দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। নিজেদের পুরোনো দাবিতে তাঁরা আলাদা করে আজ, বুধবার কর্মবিরতির পথে হাঁটতে পারেন। সে ক্ষেত্রে হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম ফের ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।

DA News West Bengal : ‘সরকারি নোটিস বেআইনি’, নবান্নকে চ্যালেঞ্জ ছুড়ে কর্মবিরতি সরকারি কর্মীদের
রাজ্য সরকারি কর্মচারীদের পেন ডাউনে মঙ্গলবার সঙ্গ দিলেন হাইকোর্টের কর্মী-অফিসাররা। চতুর্থ শ্রেণির কর্মী থেকে অফিসার- সকলের কাজ বন্ধের সিদ্ধান্তে এ দিন সকাল থেকে প্রায় অচলাবস্থা তৈরি হয়। হাইকোর্টের মূল গেট হয়ে এজলাসগুলির বন্ধ দরজার তালা খোলার জন্য পুলিশকে সঙ্গে নিয়ে ছুটতে হয় রেজিস্ট্রারকে।

Chandrima Bhattacharya On DA Protest : ডিএ নিয়ে বাজেট বিতর্কে জবাব চন্দ্রিমার
পরে বিচারপতিরা এজলাসে বসলেও তাঁর কাছে মামলার নথি দেওয়ার লোক ছিল না। ছিলেন না মামলা ডাকার কর্মী-অফিসার। আবার শুনানি করে বিচারপতি যে রায় বলবেন, তা লিখে নেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদমর্যাদার অফিসাররাও পেন ডাউনে! ফলে অধিকাংশ এজলাসই শুরুতেই শেষ হয়ে যায়।

DA News In WB : ডিএ-র দাবিতে কর্মবিরতির মিশ্র প্রভাব জেলায় জেলায়, সরকারি দফতর-আদালতে আংশিক বন্ধ কাজ
তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বেশ কিছু মামলার শুনানি করে। সেখানে ওএসডি রায় লিখে নেওয়ার কাজ করেন। প্রধান বিচারপতির হাতের কাছে যাবতীয় মামলার নথি আগেই তুলে দেন তাঁর আর্দালিরা। আবার অন্য একটি বেঞ্চে শুধু জরুরি মামলা শুনানি করে বিচারপতি নিজেই রায় লিখে নেন।

DA Latest News : চাকরি জীবনে ছেদ-নির্দেশিকার পালটা আইনি চিঠি যৌথ মঞ্চের
এদিকে বহু পদ শূন্য থাকায় তাঁদের উপরে কাজের চাপ বাড়ছে বলে এআর-দের দীর্ঘদিনের অভিযোগ। ইন্টারভিউ হলেও এতদিনে শূন্যপদ পূরণ হয়নি। বিচার বিভাগের এখ শীর্ষ অফিসারের বক্তব্য, যদি এখনই শূন্যপদে কিছু লোক নিয়োগ না হয়, তা হলে তাঁরা আজ থেকে দিনের দ্বিতীয় দফায় পেন ডাউনের পথে যেতে পারেন। যা নিয়ে মঙ্গলবারও আধিকারিক পর্যায়ে আলোচনা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *