Madhyamik Exam : বৈকুণ্ঠপুরের ঘটনায় শিক্ষা, শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি করে পৌঁছে দিল বন দফতর – madhyamik exam siliguri forest department provides vehicles for students


Siliguri News : বৈকুণ্ঠপুর জঙ্গলে হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Exam 2023) মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত হাতির করিডোরগুলোতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা বন দফতরের। বনকর্মীদের গাড়িতে করেই এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করা হয়। এমনকি হাতি তাড়ানোর সরঞ্জাম সঙ্গে রাখা হল গাড়িতে। বন কর্মীরা গার্ড দিয়ে নিয়ে যান মাধ্যমিক পরীক্ষার্থীদের।

Madhyamik Exam 2023: রাত পোহালেই রাজ্যে মাধ্যমিক, পড়ুুয়াদের পাশাপাশি পরীক্ষা পর্ষদেরও
গজলডোবায় রাজঘাটের কাছে হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে আসে গোটা রাজ্যে। ঘটনার পরই মুখ্যমন্ত্রী নির্দেশে পেতেই জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বিশেষ ব্যবস্থা করল বন দফতর। একদিকে গজলডোবা সংলগ্ন বৈকুন্ঠপুর জঙ্গল এলাকার আশপাশে থাকা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, তেমনি শিলিগুড়িতেও হাতির করিডরগুলোতে বনকর্মীদের নজরদারির মধ্যে দিয়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছল পরীক্ষার্থীরা।

Madhyamik Examination 2023 : হাতির হানায় ছাত্র মৃত্যুর ঘটনার জের, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা
শিলিগুড়ি মহকুমা এলাকার নকশালবাড়ি, বাগডোগরা (Bagdogra), খড়িবাড়ির (Kharibari) বিভিন্ন এলাকায় হাতির উপদ্রব লেগেই থাকে। মাঝেমধ্যেই হাতি লোকালয়ে ঢুকে পড়ে। যে কারণে সেখানেও বন দফতরের তরফে গাড়িতে করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রগুলিতে পৌঁছনো শুরু হল।

Madhyamik Examination 2023 : হাতি নিয়ে আতঙ্কের মাঝেই জঙ্গলমহলে মাধ্যমিক, বনের পথে বিশেষ ব্যবস্থা দফতরের
বাগডোগরার সেন্ট্রাল ফরেস্টের কাছের গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীদেরও বন দফতরের গাড়ি জঙ্গল এলাকা থেকে প্রধান রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিশ্চিন্তে পড়ুয়ারা পরীক্ষা দিতে গিয়েছে। বন দফতর সূত্রে খবর, মাঝেমধ্যেই সেন্ট্রাল ফরেস্ট এলাকায় হাতি বের হয়। সেখানে জংলি বাবার মন্দিরে প্রচুর পুণ্যার্থীরা যান।

Madhyamik Exam 2023 : ছেলের মৃত্যুর কথা শুনেই শোকে পাথর মা, মুখ্যমন্ত্রীর নির্দেশে অসুস্থ মহিলার বাড়িতে DM-SP
কিছুদিন আগে মন্দিরে হানা দিয়েছিল একটি হাতি। এমনকি কয়েক সপ্তাহ আগে সেন্ট্রাল ফরেস্ট এলাকায় পিকনিক চলাকালীন হাতি ঢুকে পড়ে। ওই এলাকায় হাতি রয়েছে বলে জানান বনকর্মীরা। যে কারণে গজলডোবার রাজঘাটের এলাকার ঘটনার পর আর খামতি রাখতে চাইছে বন দফতর। শুক্রবার সেখানকার গ্রামের কিছু মাধ্যমিক পরীক্ষার্থীদের বন দফতরের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে।

Madhyamik Exam 2023 : মাধ্যমিকে বসার আগেই মর্মান্তিক পরিণতি শিলিগুড়ির মেধাবী ছাত্রের, পিষে দিল হাতি
বন কর্মীরা বন্দুক ও হাতি তাড়ানোর নানা জিনিস সঙ্গে রেখেছিলেন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রোজ একইভাবে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সমীরণ রাজ জানান, জংলি বাবার মন্দিরে আশপাশে ঘন জঙ্গল। মাঝেমধ্যেই হাতি আসে।

Mamata Banerjee: বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা, হাতির হানায় ছাত্র মৃত্যু পরেই ঘোষণা মমতার
যে কারণে গ্রামের পরীক্ষার্থীদের আমাদের তরফে জঙ্গল এলাকা দিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা যতদিন হচ্ছে ততদিন জংলি বাবার মন্দিরের রাস্তাও সাধারণ মানুষের জন্য বন্ধ থাকছে। কোথাও যাতে পড়ুয়াদের হাতির ভয়ে কিংবা সমস্যায় পড়তে না হয় তা দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *