Nadia Latest News: বসে বেতন ভোগ নয়! প্রাথমিকের ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া ৫১-র শিক্ষককে নতুন স্কুলে বদলি – nadia school teacher who propose his student for marriage gets back to a new school


চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করার আবেদন জানিয়ে সটান মাকে ফোন করেছিলেন ৫১-র শিক্ষক। গত বছর জুন মাসে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছিল গোটা রাজ্যজুড়ে। ঘটনাটি নদিয়ার চিনাপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের। কাণ্ডটি বাঁধিয়েছিলেন পরিমল কুমার বাইন।

ওই ছাত্রীর মায়ের অভিযোগের উপর ভিত্তি করে বিষয়টি নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শরকে বিষয়টি সম্পর্কে জানান সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত বাগচি। এরপর ২০২২ সালের ৯ জুন তাঁকে চিনাপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে তুলে নেওয়া হলেও এতদিন তাঁকে অন্য কোনও স্কুলে বদলি করা হয়নি। সেক্ষেত্রে কার্যত বসে বসেই বেতন পেয়েছেন তিনি।

Nadia News: ‘ইয়ার্কি মেরেছিলাম…’, মুখ খুললেন চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে চাওয়া ৫১-র শিক্ষক
যদিও পরিদর্শকের অফিসে গিয়ে হাজিরা দিতেন পরিমল কুমার বাইন। মাসের পর মাস তাঁর একপ্রকার ‘বসে বসে’ বেতন নেওয়ার বিষয়টি সামনে আসার পরেই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। বিষয়টি নজরে আসাতেই জেলার প্রাথমিক বিদ্যা সংসদের তরফে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়।

অবশেষে বুধবার চিনাপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়েই পুর্নবহাল হন তিনি। এই প্রসঙ্গে নদিয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক)-এর সঙ্গে যোগাযোগ করা হলে সুকুমার প্রসারি বলেন, “চিনাপুকুরিয়া স্কুলে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকালই এই নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তিনি কাজে যোগদান করেছেন।”

Nabadwip State General Hospital : সরকারি হাসপাতালে অবাধে ঘুরছে বিড়াল-ছাগল! নবদ্বীপের অস্বাস্থ্যকর দৃশ্যে চক্ষু চড়কগাছ
এই বিষয়ে জানতে রানাঘাট ১ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বিনি সরকারকে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ বা মেসেজেরও কোনও জবাব দেননি তিনি।

Nadia News : ‘ওকেই বিয়ে করব…’, ক্লাস ফোরের ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব ৫৭-র শিক্ষকের
উল্লেখ্য, অভিযুক্ত ওই শিক্ষক পরিমল কুমার বাইন বলেন, “আমি ওই মেয়েটিকে বিয়ে করার জন্য মাকে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু, পুরোটাই ইয়ার্কি মেরে বলেছিলাম।” এদিকে একজন অভিভাবকের সঙ্গে এভাবে ইয়ার্কি মারা উচিত হয়নি বলেও ‘বিলম্বিত বোধদয়’ হয়েছিল তাঁর। পরিমল কুমার বাইন বলেন, “আমার এই ধরনের আচরণ করা ঠিক হয়নি। আমি এবার স্কুলে ফিরতে চাই। এভাবে বসে বসে বেতন নিতে আমার ভালো লাগছে না।”

Nadia Youtuber : রাজমিস্ত্রি থেকে ইউটিউবার! গ্রাম বাংলার ছবি দেখিয়ে চর্চায় নদিয়ার ২ যুবক
এদিকে এই প্রথম নয়, এর আগেও পরিমল কুমার বাইনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তিনি আগে যে স্কুলে চাকরি করতেন সেখানে সহকর্মী এবং মিড ডে মিল কর্মীদের বিরুদ্ধে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এরপরেই পরিমল কুমার বাইনের উপর নেমে এসেছিল বদলির খাঁড়া।

অন্যদিকে, পরিমল কুমার বাইন যে স্কুলে চাকরি করতেন সেখানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তচ বাগচি বলেন, “ওঁর বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেছেন। অশালীন আচরণের অভিযোগও ওটে ওর বিরুদ্ধে। আমার মনে হয় না মানসিকভাবে সুস্থ অবস্থায় তিনি ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *