Madyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় দুর্ঘটনা, অটো উলটে গুরুতর আহত ৭ – madhyamik examinees face massive accident on the way to the exam center


Road Accident: জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে বেরিয়ে বিপত্তি। মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা ভূগোলের দিনই ঘটল দুর্ঘটনা। অটোয় করে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিপত্তি। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে অটো উলটে আহত চার পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের বদলে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হল হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জিরানগাছা ব্রিজের কাছে। গুরুতর আহত অবস্থায় পড়ুয়ারা জিরানগাছা হসপিটালে চিকিৎসাধীন। হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে জিরানগাছা ব্রিজের কাছে পথ দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের দাবি।

Madhyamik Exam 2023 : পরীক্ষা দিয়ে ফেরার পথে বিপত্তি, কেশপুরে ভ্যান উলটে জখম ৯ মাধ্যমিক পরীক্ষার্থীরা

আহত পড়ুয়ারা প্রত্যেকেই ভাঙড় হাই মাদ্রাসার ছাত্রছাত্রী বলে জানা যাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাস্তায় যাওয়ার সময় জিরানগাছা ব্রিজের কাছে একটি বাচ্চা মাঝ রাস্তায় অটোর সামনে চলে আসে,তাঁকে বাঁচাতে গিয়ে অটো একাধিকবার পাল্টি খায়। ঘটনায় আহত হয় অটো চালক, অভিভাবক ও পরীক্ষার্থীরা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে জিরানগাছা হসপিটালে নিয়ে যন। তৎপরতায় সঙ্গে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা ।

Dakshin 24 Pargana Accident : বাইক-টাটা সুমো মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক পরিণতি মাধ্যমিক পরীক্ষার্থীর
ঘটনায় বেশ কয়েকজন আহত। পরিস্থিতি বুঝে তাঁদের কয়েকজনকে রেফার করা হবে বলে জানান হসপিটালের স্বাস্থ্য আধিকারিক হিরন্ময় বোস। যে সকল ছাত্র ছাত্রী সুস্থ আছে তাদের হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই ঘটে একটি মর্মান্তিক ঘটনা। হাতির হামলায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। বাবার বাইকে চেপে পরীক্ষা দিতে যাওয়ার সময় জলপাইগুড়ির গজলডোবায় সংলগ্ন মহারাজ ঘাট এলাকায় তাড়া করে একটি হাতি। পালাতে গিয়েই হাতির হানায় মৃত্যু হয় তাঁর।

Mamata Banerjee: বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা, হাতির হানায় ছাত্র মৃত্যু পরেই ঘোষণা মমতার

অন্যদিকে, প্রথমদিনের মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনার সম্মুখীন হন ৯ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী। গুরুতর আহত হন ৫ জন। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। আহতদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Medinipur Medical College & Hospital)। পরীক্ষা শেষে মারুতি ভ্যানে করে ৯ পরীক্ষার্থী রওনা দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে বলে জানা গিয়েছে। মাঝরাস্তাতেই ঘটে এই দুর্ঘটনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *