জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার তীরে এসে তরী ডুবল। গত কয়েক বছরের মতো এবার মোক্ষম সময় চাপের মুখে চুপসে গেল ভারতের মহিলা দল (Indian Womens T20 Team)। অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) জন্যই শেষ মুহূর্তে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Womens T20 World Cup 2023) সেমি ফাইনালে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া (Australia Womens T20 Team)। প্রায় জিতে যাওয়া ম্যাচ ভারত হেরে যায় হরমনের রান আউট হওয়ার জন্য। আর তাই ভারতের প্রমীলাবাহিনীর প্রতি ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ক্রিকেটার ডায়না এডুলজি (Diana Edulji)। তাঁর দাবি, বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma) মতো বেতন পেয়েও ওরা ব্যর্থ হচ্ছে। তাই ওদের ডান্ডা দরকার!  

১৭২ রান চেজ করতে নেমে মাত্র ৫ রানে হেরে যায় ভারত। হরমনদের সার্বিক পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ ডায়না। তিনি বলেন, “বেশিরভাগ ক্রিকেটারই ইয়ো-ইয়ো টেস্টে ফেল করবে। আমার মতো মনে হয় সিনিয়র দলের চেয়ে অনূর্ধ্ব-১৯ দল বেশি ফিট। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সিনিয়ন দলের সেই একই ছবি। ক্রিকেটারদের ফিটনেসের দিকে বিশেষ নজর দেওয়া উচিত বিসিসিআই-এর। জানি মহিলাদের জন্য ইয়ো-ইয়ো টেস্ট ব্যাপারটা কঠিন। ১৫ জনের মধ্যে ১২ জনই পাশ করতে পারবে না। সেক্ষেত্রে ফিটনেসের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।” 

আরও পড়ুন: Neymar: ছেলের থেকেও এককাঠি এগিয়ে! নেইমারের বাবার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে তোলপাড় ব্রাজিল

আরও পড়ুন: MS Dhoni and Harmanpreet Kaur: কাপ যুদ্ধের নক আউট ম্যাচে দুটি রান আউট! ধোনির সঙ্গে একসূত্রে মিলে গেলেন হরমন

একাধিক বার দেখা গিয়েছে, প্রায় জেতা ম্যাচে তীরে এসে তরী ডুবছে ভারতের। তিনি ফের যোগ করেন, “ফিটনেসের পাশাপাশি ফিল্ডিং, ক্যাচিং থেকে রান প্র্যাকটিসের প্রয়োজন আছে ক্রিকেটারদের। শীর্ষে পৌঁছতে ডান্ডা দরকার ওদের। বিসিসিআই সব কিছু দিচ্ছে। এমনকী পুরুষদের সমান হারে বেতনও পাচ্ছে। এবার তো ভাল খেলতে হবে। প্রতিবার জেতা ম্যাচ হারাটা অভ্যাসে পরিণত হয়েছে। এই তারকা সংস্কৃতিতে আখেরে দলের কোনও লাভ হবে না।”একইসঙ্গে ক্রিকেটারদের মধ্যে পেশাদারিত্বের অভাব রয়েছে বলেও মনে করছেন ডায়না এডুলজি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *