Dakshin 24 Pargana : জলাশয়ে ভাসছে যুবতীর দেহ, চাঞ্চল্য ডায়মন্ড হারবারে – an unidentified women body recovered at diamond harbour


West Bengal News : সাতসকালে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবার থানার বারদ্রোন এলাকায়। ওই মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্কে এলাকার মানুষজন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান বারদ্রোন গ্রামের জলের ট্যাঙ্কের কাছে একটি জলাশয়ে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ ভাসছে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমে ঘটনাস্থলে। পরে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে।

Bardhaman News : দামোদরের চর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ
স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার হওয়া যুবতী এলাকার বাসিন্দা নন। তবে প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান, কেউ বা কারা ওই যুবতীকে রাতের অন্ধকারে খুন করে ফেলে দিয়ে গিয়েছে এখানে। কিন্তু কার লাশ এটি? ওই জলাশয়ে লাশটি এলই বা কিভাবে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ থেকে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রথমে স্থানীয় কিছু মানুষের নজরে আসে ওই যুবতীর মৃতদেহটি। জলাশয়ের পাড়ে ঘুরতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় বাসিন্দাদের। নজরে আসে, জলের মধ্যেই ভেসে উঠেছে একটি মৃতদেহ। কোথা থেকে এই মৃতদেহ এল, তা এখনও স্পষ্ট নয়।

Hooghly News : গোয়াল ঘরে মাটি চাপা দেওয়া সদ্যোজাতর দেহ, উদ্ধার হতেই চাঞ্চল্য পুরশুড়ায়
স্থানীয় সূত্রে আরও জানা যায়, যে জলাশয়ে ঘটনাটি ঘটেছে, সেটি সেইরকম ভাবে ব্যবহার করা হয় না। সেই জলাশয়ের পাড়ে হাঁটছিলেন স্থানীয় এক বাসিন্দা। সেখানে গিয়েই এই দৃশ্য নজরে আসে। এই বিষয়ে কথা বলতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, “মৃতদেহটিকে ওইভাবে জলে ভেসে উঠতে দেখেই আমাদের হাড় হিম হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে পালাই ওই এলাকা থেকে। বাকি বাসিন্দাদেরও জলাশয়ের দিকে যেতে বারন করি। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়ার ব্যাপারে মনস্থির করা হয়।”

কিন্তু মৃতদেহটি এখানে কিভাবে এল সেই বিষয়ে ওই বাসিন্দা সঠিকভাবে কিছু না বলতে পারলেও তিনি বলেন, “হতে পারে কেউ রাতের অন্ধকারের সুযোগে এখানে এসে মৃতদেহটি ফেলে দিয়ে গিয়েছে। অন্য জায়গায় খুন করে এখানে এসে লাশ ফেলে দিয়ে থাকতে পারে।”

Durgapur Suicide Case : প্রেমিকাকে নিয়ে স্ত্রীয়ের সঙ্গে মনোমালিন্য, জঙ্গলে ঝুলন্ত অবস্থায় যুগলের দেহ উদ্ধার পাণ্ডবেশ্বরে
এদিকে যুবতীর দেহ উদ্ধার করার পাশাপাশি পরিচয় শনাক্তকরণের জন্য ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। SDPO মিতুন দে জানিয়েছেন, “ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *