Jalpaiguri News : রোগীর চাপে অসুস্থ ডাক্তাররাই – two doctors of dhupguri rural hospital fell ill due to excessive workload


এই সময়, জলপাইগুড়ি: অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের দুই চিকিৎসক। গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসক কম থাকায় টানা ডিউটির জেরে অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি স্বাস্থ্যকর্মীদের। সোমবার দেবস্মিতা সরকার আচমকাই অসুস্থ হয়ে পড়েন।

South Dinajpur Food Poisoning : শ্রাদ্ধানুষ্ঠানের ডাল-পাবদা খেয়ে বিপত্তি, অসুস্থ আশ্রমের ৩২ শিশু
রক্ত-বমি শুরু হওয়ায় তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। দু’দিন আগে অসুস্থ হয়েছেন হাসপাতালে অপর চিকিৎসক তানিয়া ঘোষ। কর্তব্যরত চিকিৎসক সৌমেন গাইন বলেন, “এক এক জন চিকিৎসকে সপ্তাহে ৬০ থেকে ৭০ ঘণ্টা ডিউটি করতে হচ্ছে। কাউকে আবার একটানা ২৪ ঘণ্টা ডিউটি করতে হচ্ছে। কতদিন এভাবে পরিষেবা দেওয়া যাবে জানি না। ইতিমধ্যেই দু’জন চিকিৎসক তানিয়া ঘোষ ও দেবস্মিতা সরকার অসুস্থ হয়ে পড়েছেন। যতক্ষণ না ম্যানপাওয়ার বাড়ানো হচ্ছে ততক্ষণ এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না।”

Malda Medical College : ব্রেন স্ট্রোকের রোগীদের প্রাণ বাঁচাতে গ্রিন করিডর মালদা মেডিক্যাল কলেজে
ময়নাগুড়ি হাসপাতালে ১০ জন চিকিৎসক থাকলেও ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে বর্তমানে চিকিৎসক সংখ্যা পাঁচজন। দু’জন অসুস্থ। বাকি তিন চিকিৎসকের মধ্যে একজন ট্রেনিংয়ে মালবাজারে যাতায়াত করছেন। দুই চিকিৎসককে সামলাতে হচ্ছে ইনডোর, আউটডোর ও প্রসূতি বিভাগ।

ধূপগুড়ি হাসপাতালে শয্যা সংখ্যা ৮২। তাই বাড়তি চাপ নিতে হচ্ছে চিকিৎসকদের। প্রতিদিন হাজারের বেশি রোগী আসেন হাসপাতালে। তাদের চাপে রীতিমতো নাজেহাল চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা।

Badam Shake : রাজস্থানী কাজুবাদাম শেক খেয়ে পেটে ব্যথা-বমি, কাঁকসায় অসুস্থ ১২
ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে উপর নির্ভরশীল একটি গ্রাম পঞ্চায়েত, একটি পুরসভা এবং ২৭টি চা বাগানের বাসিন্দারা। অসুস্থ চিকিৎসক দেবস্মিতা সরকার বলেন, “গরম বাড়ছে তাই রোগীদের চাপও বাড়ছে হাসপাতালে। ফলে ডাক্তারদের উপরে প্রচণ্ড চাপ বাড়ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *