Recruitment Scam : কুন্তল: প্রতারিতদের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু সিবিআইয়ের – ssc recruitment scam cbi has started process of witness taking


এই সময়: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় এখন জেলবন্দি কুন্তল ঘোষকে যাঁরা অতীতে চাকরি পেতে টাকা দিয়েছিলেন, এ বার তাঁদের সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু করল CBI। অভিযোগ, কুন্তল অনেকের থেকে টাকা নিয়েও চাকরি করিয়ে দিতে পারেননি। পরে তাঁরা বার বার টাকা ফেরত চাইলেও তা আর ফেরত দেননি হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল। এমনই অভিযোগ আগে করেছিলেন বিএড-ডিএলএড কলেজের মালিক জেলবন্দি তাপস মণ্ডলও।

সেই ঘটনায় প্রতারিতদের বক্তব্য রেকর্ড করা শুরু করছে তদন্তকারী সংস্থা। এক দিকে যেমন কুন্তল যাঁদের থেকে টাকা নিয়েছিলেন, তাঁদের খোঁজ চলছে, তেমনই আবার সেই টাকা কোথায়, কী ভাবে পাচার হয়েছে–সে বিষয়েও তদন্ত চালাচ্ছে CBI এবং ED। ইতিমধ্যেই শহরের এক পার্লারের মালকিন সোমা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ED।

Teacher Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় নতুন নাম, বিভাসের আশ্রমে নেতা-মন্ত্রীদের যাতায়াত?
তিনি যে নথিপত্র জমা দিয়েছেন, তা খতিয়ে দেখা চলছে। ED সূত্রে খবর, সোমার অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আরও কয়েকটি অ্যাকাউন্টে তা চলে গিয়েছে। এক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে কেন টাকার লেনদেন হয়েছে–সে বিষয়ে খুব শীঘ্রই জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে পারে ED। এই লেনদেনের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে অভিযোগ।

শুক্রবার সোমাকে CBI দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তিনি বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকরা বার বার প্রশ্ন করলেও তিনি অবশ্য মুখ খোলেননি। আবার কুন্তল দাবি করেছিলেন, তিনি ওই মহিলাকে চেনেন না। এ দিকে, শনিবার চুঁচুড়ার এক বাসিন্দা নিজাম প্যালেসে হাজির হন।

Primary TET Scam : মানিককে এড়িয়ে কলেজ চালানোর ‘হিম্মত’ কার? প্রশ্ন বিভাসের
তাঁর বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযোগ, কুন্তল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই ব্যক্তির থেকে লক্ষ লক্ষ টাকা নেন। তাঁকে প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নিয়োগ-দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ এবং কুন্তল ঘোষ।

তাঁরা আবার একে-অন্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন। কে সত্যি কথা বলছেন, তা নিয়ে এখনও যদিও ধন্দ কাটেনি। তদন্তকারীদের দাবি, এ দিন যাঁকে তলব করা হয়েছিল, তিনি এই তিন জনকেই চেনেন।

Primary TET Scam : ৫০ লাখের লেনদেন! ফের কুন্তল-যোগে ‘রহস্যময়ী’
জানা গিয়েছে, সাক্ষ্য দিতে এসে কুন্তলের বিরুদ্ধেই মূলত অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ওই ব্যক্তির সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানার চেষ্টা করেছেন, আর কারা এ ভাবে প্রতারিত হয়েছেন। ওই ব্যক্তির কাছ থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্রও জমা নিয়েছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *