Purulia News : পুরুলিয়ায় রমরমিয়ে চলছিল বেআইনি পোস্ত চাষ, অভিযান আবগারি দফতরের – police and excise department destroyed illegal poppy farming in purulia


West Bengal News : পুলিশ থেকে শুরু করে আবগারি দফতর, এমনকি সাধারন মানুষ সবার চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল বেআইনি পোস্ত চাষ। গোপন সূত্রে খবর পেয়েই ওই বেআইনি পোস্ত চাষ নষ্ট করে দিল পুলিশ ও আবগারি বিভাগ। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার পুরুলিয়া জেলার আড়ষা থানার চাটুহাসা অঞ্চলের বুলান মহুলটাড় গ্রামের সংলগ্ন এলাকায় একটি চাষের জমিতে অবৈধ ভাবে পোস্ত চাষ হচ্ছিলো খবর পাওয়ায় যায়। প্রায় ৫ কাঠা জায়গার ওপর চলছিল পোস্ত চাষ।

Coal Trafficking : গোরুর গাড়িতে করে কয়লা পাচারের চেষ্টা, দুবরাজপুরে অভিযান পুলিশের
গতকাল মঙ্গলবার সেই খবর পেয়ে কাঁটাডি ফাঁড়ির পুলিশ ও বলরামপুর আবগারি দফতর যৌথ অভিযান চালিয়ে ওই এলাকায় প্রায় পাঁচ কাঠার বেশি জমির ওপর থাকা পোস্ত চাষ নষ্ট করে দেয়। গোটা ফসলই নষ্ট করে দেন তাঁরা। যদিও গোটা ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কী কারণে ও কে বা কারা এই বেআইনি পোস্ত চাষ করছিলো তা জানতে তদন্ত শুরু করেছে আড়ষা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই পোস্ত চাষের সঙ্গে কে কে যুক্ত তা এলাকার কেউ জানেন না। অবে থেকে এই পোস্ত এখানে চাষ করা হচ্ছে, সেই বিষয়েও কারোর কিছু জানা নেই।

Raiganj News : মাটির নিচ থেকে উদ্ধার রাশি রাশি প্রাচীন মুদ্রা, শোরগোল রায়গঞ্জে
পুলিশ এই জমির আসল মালিকের সন্ধানে তদন্ত শুরু করেছে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় পোস্ত চাষের এলাকা খুব বেশি নয়। এবার পাঁচ কাঠা অবৈধ চাষ নষ্ট করা হয়েছে। আর খুব বেশি এলাকায় ওই চাষ নেই।

পুলিশের বক্তব্য, অবৈধ পোস্ত চাষ হচ্ছে খবর পেলেই পুলিশ অভিযান চালায়। সূত্র মারফত জানা গিয়েছে, এক বিঘা জমিতে কম করে ১৫০ কিলো পোস্ত উৎপাদন হয়। পোস্ত গাছ থেকে যে আঠা মেলে, তার দাম বাজারে কেজি প্ৰতি প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা। এক বিঘা জমির পোস্ত থেকে দুই বা তিন কেজি আঠা পাওয়া যায়।

Paschim Medinipore News : স্কুলের পাশে রমরমিয়ে চোলাইয়ের ব্যবসা, আবগারি অভিযানে বাজেয়াপ্ত লিটার লিটার মদ
পোস্তর খোলা বিক্রি হয় চড়া দামে। এক বিঘা জমিতে ১৫০ কেজি মতন পোস্তর খোলা উৎপাদন হয়, কেজি প্ৰতি যা ৮০০ টাকায় বিক্রি হয়। বৈধ ভাবে উৎপাদিত পোস্তর দাম কেজি প্রতি ১,৫০০ টাকা থেকে ২,৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করে। মাদকের কারবারে পোস্তর আঠা থেকে মূলত আফিম, ব্রাউন সুগার, হেরোইনের মতো নেশার জিনিস তৈরি হয়। সে আঠা মাদক কারবারিরা কেনে নগদে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *