জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বকেয়া ডিএ-র দাবিতে চার সপ্তাহ ধরে অনশন করছেন সরকারি কর্মচারীদের একাংশ। আলোচনার মাধ্যমে অনশন তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল বলেছেন, সবচেয়ে মূল্যবান সহ নাগরিকদের জীবন। ট্যুইট করে এমনই আহ্বান জানিয়েছেন রাজ্যপাল।
মহার্ঘ ভাতার দাবিতে ৩১ দিনের টানা অনশন ও ৪৫ দিনে পড়ল অবস্থান বিক্ষোভ। রবিবার সকাল সাড়ে এগারোটায় রাজ্য পালের আবেদনে সাড়া দিয়ে অবস্থান মঞ্চ থেকে পাঁচ জনের প্রতিনিধি দল রাজভবনে যায় দেখা করতে।
প্রতিনিধি দলে রয়েছেন, ভাস্কর ঘোষ, বিপুল রায়, শিবাস তিওয়ারি, দিপল বিশ্বাস এবং ডক্টর স্বপন বিশ্বাস।
জানা গিয়েছে প্রতিনিধি দলকে আন্দোলন থেকে সরে আসার প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল। কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেলে আন্দোলন ছারবেন না বলে জানিয়েছেন তাঁরা। যৌথ মঞ্চের পাঁচ সদস্য এই কথা জানিয়েছেন রাজ্যপালকে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ‘রাজ্যপাল অনুরোধ করেছিলেন জ এই অনশনটা তুলে নিতে। আমরা বলেছি আমরা অবশ্যই তুলে নেবো কিন্তু সরকারের তরফ থেকে আমরা এখনও পর্যন্ত কোনও সাড়াশব্দ পাইনি। সরকারের সংবেদনশীলতার কোনও প্রমাণ আমরা পাইনি। আমরা চাই রাজ্যপাল নিজে মধ্যস্থতা করে মাননিয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনার বন্দোবস্ত করুন। আমরা জানতে চাই সরকারের কী অসুবিধা? এবং আমরা আমাদের দাবিগুলি জানাতে চাই’।
আরও পড়ুন: Vande Bharat Express: ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, ভাঙল জানালার কাচ
তাঁরা আরও জানিয়েছেন, ‘আপনারা জানেন ধর্মঘটের পরেরদিন থেকে বিভিন্ন জায়গায় নানা ধরনের হুলিগানরা আমাদের যারা ধর্মঘট করেছিলেন সেইসব শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের উপরে আক্রমণ করছেন। আমরা অবিলম্বে এটা বন্ধ করার জন্য রাজ্যপালের ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছি। পাশাপাশি আমাদের দাবি যারা আন্দলনে অংশগ্রহণ করেছেন তাঁদের বিরুদ্ধে কোনও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। রাজ্যপাল আমাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন’।