Chaitra Navratri 2023: চৈত্র নবরাত্রিতে হবে দুই শুভ যোগ, বিশেষ মুহূর্তে এই কাজ জীবনে আনবে বাম্পার সুযোগ!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দু ধর্মে নবরাত্রির গুরুত্ব অপরিসীম। নবরাত্রি উৎসব হিন্দু বছরে চার বার পালিত হয়। এর মধ্যে দুটি গুপ্ত নবরাত্রি এবং দুটি প্রত্যক্ষ নবরাত্রি। হিন্দু নববর্ষ শুরু হয় চৈত্র নবরাত্রির প্রথম দিনে, যা এই বছর ২২ মার্চ। চৈত্র নবরাত্রি ২২ মার্চ থেকে শুরু হবে এবং ৩০ মার্চ রাম নবমীর দিনে শেষ হবে। এবার, চৈত্র নবরাত্রির প্রথম দিনে, অত্যন্ত শুভ কাকতালীয় একটি বিরল সংমিশ্রণ হতে চলেছে যার কারণে মা দুর্গার আশীর্বাদ পেতে এই সময়টি আরও বিশেষ হয়ে উঠেছে।

আরও পড়ুন: কমোডের থেকেও ৪০ গুণ বেশি ব্যাকটেরিয়া জলের বোতলের মুখে! ভয়ংকর তথ্য…

চৈত্র নবরাত্রিতে শুভ কাকতালীয় যোগ

এবার খুব শুভ যোগে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি উৎসব। ব্রহ্ম যোগে চৈত্র প্রতিপদ তিথি শুরু হচ্ছে। এর সঙ্গে শুক্ল যোগও তৈরি হবে। চৈত্র নবরাত্রির প্রথম দিন অর্থাৎ প্রতিপদ তিথিতে ব্রহ্ম যোগ সকাল ৯টা ১৮ মিনিট থেকে শুরু হবে, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত। এবং এর আগে, ২১ মার্চ সকাল ১২.৪২ মিনিট থেকে শুরু হয়ে ২২ মার্চ পর্যন্ত শুক্ল যোগ থাকবে। তারপর ব্রহ্ম যোগের পর ইন্দ্র যোগও তৈরি হতে চলেছে। এই যোগগুলিকে ধর্মীয় জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এই সময়ে করা পূজা-পাঠ ও প্রতিকার অত্যন্ত শুভ ফল দেবে।

আরও পড়ুন: Vastu | Wallet: মানিব্যাগে মানির দেখা নেই? ঠিক রঙের ওয়ালেটেই লক্ষ্মী থাকবে সঙ্গে

চৈত্র নবরাত্রিতে পূজার শুভ সময়

২২ মার্চ ২০২৩ বুধবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রিতে ঘটস্থাপনার শুভ সময় হবে ২২ মার্চ সকাল ০৬.২৩ মিনিট থেকে ০৭.৩২ মিনিট পর্যন্ত। এই সময়ে নিয়ম-কানুন মেনে ঘরে ঘটস্থাপনা করলে মা দুর্গার অশেষ আশীর্বাদ পাওয়া যাবে। যা জীবনে দেয় অপার সুখ ও সমৃদ্ধি। এর পাশাপাশি এই দিনে উপোষ করলে ভালো হবে। এর পাশাপাশি, নবরাত্রির শেষ দিনে, যজ্ঞ এবং কন্যা পূজা করুন। এতে মাতারানি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *