Co Operative Election : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী সমবায় সমিতিতে বামেদের জয়, খাতা খুলতে পারল না তৃণমূল-BJP – kolaghat co operative election cpim wins by defeating tmc and bjp


Purba Medinipur News : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভাণ্ডার সমিতির ক্ষমতা দখল করল বাম শ্রমিক সংগঠন। ১৫ টি আসনের মধ্যে ১০ টি আসন দখল করে জয়লাভ করল সিটু ইউনিয়ন। একটি আসনেও জিততে পারেনি বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন। ৫ টি আসন পেয়ে মুখরক্ষা তৃণমূলের।

Mamata Banerjee : সাগরদিঘিতে কেন পরাজয়, খতিয়ে দেখতে কমিটি নেত্রীর
সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উপনগরীতে কেটিপিপি কর্মী সমবায় ভাণ্ডারের ভোট সম্পন্ন হল। কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট রিট্রেশন ক্লাবের বলাকা মঞ্চে ভোট গ্রহণ হয়। সকাল ১০ টা থেকে ভোট পর্ব শুরু হয়। এই সমবায় ভোটে মোট আসন ১৫ টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC লড়ছে ১৫ টিতে, সিপিআই শ্রমিক সংগঠন CITU লড়ছে ১৫ টিতে এবং বিজেপি শ্রমিক সংগঠন BMS লড়ছে ১৩ টিতে।

BJP In West Bengal : ভোটের আগে এবার গ্রাম পঞ্চায়েত দখল BJP-র, চিন্তা বাড়ছে শাসক শিবিরে
একের পর এক যখন তৃণমূল কংগ্রেস সমবায় ভোটে জিতে দখল করছে তখন কোলাঘাটে উলটপুরাণ। সেখানেই তৃণমূল এবং বিজেপিকে ধরাশায়ী করে সিপিএম বিপুল ভোটে জয়লাভ করেন। সিপিএম সমর্থিত সি আই টি ইউ পেয়েছে ১০ টি আসন তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি জয়লাভ করেছে ৫ টি আসনে। তবে বিজেপি সমর্থিত বিএমএস খাতা খুলতে পারেনি।

Bankura News : ‘মিড ডে মিলের টাকা মেরে দিতে পারেন শিক্ষকরা’, ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের
জয়ের পর লাল আবির খেলায় মেতে ওঠেন বাম সমর্থকরা। বাম সমর্থকদের দাবি, সম্প্রতি ডিএ সংক্রান্ত ইস্যু থেকে শুরু করে শিল্পায়নে ভাটা, শ্রমিক অসন্তোষ এরকম একাধিক বিষয় নিয়ে লড়াই করেছে সিটু। তারই হাতেনাতে ফল মিলল এদিনের নির্বাচনে। জানা গিয়েছে, প্রায় আট বছর বাদে এবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়জয়কার সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর।

DA Protest Latest News : ধর্মঘটেও সব সচল রাখতে তৎপর প্রশাসন, শাসকদল
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসেই তেহট্ট কৃষি সমবায় নির্বাচনের ৭২ টি আসনের মধ্যে ৬৬ আসনে জয়ী হয় বামেরা। লাল ঝড়ে উড়ে যায় ঘাসফুল শিবির। কোনওমতে পাঁচটি আসনে জয় লাভ করে তৃণমূল সমর্থিত সংগঠন। খাতাই খুলতে পারেনি বিজেপি। কিছুদিন আগেই উলুবেড়িয়া আদালতের বার অ্যাসোসিয়েশন দখল করেছিল বাম ও বিজেপি জোট।

BJP In North East : উত্তরপূর্বে বিজেপি কি আদৌ জিতেছে?

১৮ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়ী হয়েছিলেন তাঁদের প্রার্থীরা। বাম ও বিজেপি একসঙ্গে জোট করেছিল বার বাঁচাও কমিটি নামে। এর আগে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর ২ ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার কাশিনাথপুর সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয় বামেরা। সমবায় সমিতির ১২টির সব আসনেই জয়ী হল বাম প্রার্থীরা। প্রার্থীই দিতে পারেনি শাসক দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *