ট্রাফিক আপডেট
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার শহর কলকাতায় কোনওরকম মিছিল-মিটিং নেই। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সমস্ত জমায়েতই নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও রাস্তায় বেরিয়ে পরীক্ষার্থীরা কোনওরকম সমস্যার সম্মুখীন হলে অথবা যানজটে ফেঁসে গেলে সঙ্গে সঙ্গে ফোন করা যাবে কলকাতা ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। ১০৭৩, ১০০, ১১০, ১০৯০ এই নম্বরগুলিতে ফোন করলে যে কোনওরকম সাহায্য মিলবে বলে আশ্বাস দিয়েছে লালবাজার।
অতিরিক্ত বাস
কলকাতা ও সংলগ্ন জেলার পড়ুয়াদের ক্ষেত্রে পরীক্ষার দিনগুলোতে অতিরিক্ত বাস চলবে। পরীক্ষার শুরু আগে নির্দিষ্ট সময় হলে পৌঁছনো নিশ্চিত করতে পরিবহণ দফতরের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ১৫টি রুটে অতিরিক্ত বাস চালবে রাজ্যে। তালিকা অনুযায়ী দিতে হবে বাস ভাড়া। জানা গিয়েছ, বিশেষ এই বাসে পরীক্ষা স্পেশাল বোর্ড লাগানো থাকবে।
যে রুটগুলিতে অতিরিক্ত বাস পাওয়া যাবে-
বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্ল্যানেড রুটে ২টি, ঠাকুরপুকুর থেকে শিয়ালদা রুটে ২টি, চেতলা থেকে পাইকপাড়া রুটে একটি, কাকুঁড়গাছি থেকে বেহালা রুটে ২টি, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর রুটে একটি, গড়িয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ২টি, গড়িয়া থেকে হাওড়া ভায়া দেশপ্রিয় পার্কে চলবে ২টি, যাদবপুর থেকে হাওড়া রুটে একটি, সরশুনা থেকে হাওড়া রুটে ২টি, বারাকপুর থেকে হাওড়া রুটে একটি, ঠাকুরপুকুর থেকে হাওড়া রুটে ২টি, দমদম এয়ারপোর্ট থেকে এসপ্ল্যানেড রুটি ২টি, দক্ষিনেশ্বর থেকে এসপ্ল্যানেড রুটে একটি, নিউটাউন থেকে শিয়ালদহ রুটে ২টি এবং ডানলপ থেকে বালিগঞ্জে চলবে একটি উচ্চ মাধ্যমিক স্পেশাল বাস।
বিশেষ ট্রেন পরিষেবা
লাইনের কাজের জন্য কয়েকদিন ধরে শিয়ালদহ মেইন শাখায় বাতিল করা হয়েছিল বেশ কিছু ট্রেন। এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি বলেই অভিযোগ নিত্যযাত্রীদের। দেড় ঘণ্টা অন্তর একটি করে ট্রেন ছাড়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সকালেও প্রথম ট্রেন ৫টার কিছু পরে ছাড়ে, পরবর্তী ট্রেন মেনে সাড়ে ৬টা নাগাদ। ফলে শহরতলী থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কিছুটা হলেও সমস্যার মুখোমুখি হচ্ছে পরীক্ষার্থীরা।
পলতা, কাঁকিনাড়া, জগদ্দল, নৈহাটি, হালিশহর এইসব এইসব জায়গায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল। তবে এদিনও কিছু কিছু ট্রেন বাতিল করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই মিলবে না শিয়ালদা কল্যাণী শাখার মোট ১৩ জোড়া ট্রেন। পাশাপাশি কল্যাণী থেকে শান্তিপুর পর্যন্ত বাতিল থাকবে ছয় জোড়া ট্রেন।
পরীক্ষার্থীদের সুবিধার্থে আবার কিছু ট্রেন অতিরিক্ত স্টেশনে থামবে। শিয়ালদা-কৃষ্ণনগর সকাল ৮টা ২৪ মিনিটে পলতা, সকাল ৮টা ৩২ মিনিটে জগদ্দল এবং সকাল ৮টা ৪৪ মিনিটে কাঁকিনাড়ায় থামবে। শিয়ালদা-কাটোয়া লোকাল সকাল ৮টা ৫৭ মিনিটে জগদ্দল এবং সকাল ৯টায় কাঁকিনাড়ায় দাঁড়াবে (১৪ মার্চ ছাড়া)। কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল সকাল ৮টা ২৪ মিনিটে জগদ্দল এবং সকাল ৮টা ৩৫ মিনিটে পলতায় দাঁড়াবে।
মেট্রোর বিশেষ পরিষেবা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাড়তি মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে এই বাড়তি মেট্রোগুলি পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে। বাড়তি মেট্রোর সুবিধা নিতে পারবেন একাদশ শ্রেণির পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরাও। বাড়তি মেট্রো চলবে ব্লু লাইনে। আটটি মেট্রোর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মিলবে ৪টি মেট্রো। যার মধ্যে সকাল ৯টা একটি মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত। পরবর্তী মেট্রো ছাড়বে সকাল ১১টা ৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। সকাল ১০টা থেকে এবং ১০টা ৫৫ মিনিটে আরও দু’টি মেট্রো পাওয়া যাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। বাকি ৪টি মেট্রো পাওয়া যাবে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৩টে বেজে ৪ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে একটি মেট্রো। পরের মেট্রো ছাড়বে ৪টে ১৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। আরও দু’টি মেট্রো চলবে দুপুর ৩টে ১০ মিনিটে এবং ৪টে ১২ মিনিটে কবি সুভাষ থেকে।
