Cattle Smuggling Case: তালিকায় তৃণমূল বিধায়ক সহ চর্চিত ব্রেকফাস্ট টেবিলের সদস্যরা! গোরু পাচারে ম্যারাথন জেরার পরিকল্পনায় ইডি – enforcement directorate summoned jakir hossain kripamoy ghosh anubrata mondal daughter driver and more person in cattle smuggling case


Anubrata Mondal News নিয়োগ দুর্নীতির পাশাপাশি গোরু পাচার মামলাতেও জোরকদমে তদন্ত চালাচ্ছে ইডি। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে জেরা করার সঙ্গে সঙ্গে ডাক পড়ছে একের পর এক চরিত্রদের। গোরু পাচার মামলায় দিল্লিতে ডাকা হল জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে। এর আগে ২ মার্চ তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি হাজির না হওয়ায় এদিন ফের তলব করল ইডি।

জানা গিয়েছে, আগামী সপ্তাহে ইডির দিল্লি অফিসে হাজির হতে বলা হয়েছে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে। যদিও তাঁর পরিবার সূত্রে খবর, জাকির জানিয়েছেন তিনি এখনও কোনও নোটিশ পাননি। নোটিশ পেলেও এখনই দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন জঙ্গিপুরের বিধায়ক। কারণ- হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।

শুধু জঙ্গিপুরের বিধায়কই নন, ডাক পড়েছে প্রাক্তন বিধায়কেরও। গোরু পাচার মামলায় মুর্শিদাবাদের এক প্রাক্তন বিধায়ককে তলব করল ইডির।জাকির হোসেনের সঙ্গেই সূতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাসকেও দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। আগামী সপ্তাহে ডাকা হয়েছে তাঁকেও। গোরুপাচার কাণ্ডে একই সঙ্গে উত্তর ২৪ পরগনার এক বিধায়ককে তলব করতে চলেছে ইডি বলে সূত্রের দাবি।

এছাড়াও ফের অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল সহ চারজনকে দিল্লিতে তলব ইডির । চারজনের মধ্যে রয়েছে সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যা ও কেষ্ট ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ।

প্রসঙ্গত, কৃপাময় ঘোষ ও তুফান মির্ধা অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দিন শক্তিগড়ে খাবার টেবিলে বসে বৈঠক করেন অনুব্রতর সঙ্গে । ডাক পড়েছে লাভপুর কলেজের নন টিচিং স্টাফ এবং রাঁধুনি বিজয় রজককেও। তিনিও ছিলেন সেই প্রাতরাশের টেবিলে। সূত্রের দাবি, এরা প্রত্যেকেই অনুব্রত ঘনিষ্ঠ। কৃপাময়, তুফান মিদ্যা এবং বিজয় রজককে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি নিয়ে আসতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৫ মার্চ অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ইডি দফতরে হাজিরা না দেওয়ায় তাঁকে আবারও ২০ মার্চের মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *