Trinamool Congress : জোড়াফুলে প্রতীক বণ্টন এবার রাজ্যস্তর থেকে – panchayat elections distribution of symbols from state level said abhishek banerjee


প্রসেনজিৎ বেরা
পঞ্চায়েত ভোট কবে হবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার কালীঘাটে তৃণমূলের দলীয় বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বিষয়টি খোলসা করেননি। কিন্তু ভোট যখনই হোক না কেন, জেলা সভাপতিদের মাধ্যমে নয়, এ বার নির্বাচনের প্রতীক বণ্টন করা হবে কেন্দ্রীয় ভাবে, কলকাতা থেকে। শুক্রবারের বৈঠকে এ কথা স্পষ্ট জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অতীতে পঞ্চায়েত বা পুর নির্বাচনে প্রার্থী ঘোষণার পর জেলা সভাপতিদের কাছে প্রতীক পাঠাতেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। জেলা সভাপতিই সেই প্রতীক সংশ্লিষ্ট প্রার্থীদের দিতেন। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে দলের বরাদ্দ করা প্রতীক জমা দিতেন প্রার্থীরা। প্রতীক বণ্টনের দীর্ঘ দিনের এই পদ্ধতিই বদলাচ্ছে।

Panchayat Election : লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই প্রার্থীপদ
এ প্রসঙ্গে তৃণমূলের এক সাংগঠনিক জেলা সভাপতির বক্তব্য, “এটা এক কথায় চমৎকার সিদ্ধান্ত। এ ক্ষেত্রে রাজ্যস্তর থেকে প্রত্যেক প্রার্থীর জন্য প্রতীকের ফর্ম পূরণ হয়ে আসবে। জেলা নেতৃত্বকে প্রতীক বণ্টন করতে হবে না। ত্রিস্তরীয় পঞ্চায়েতে রাজ্য নেতৃত্ব হয়তো একজনকে প্রার্থী করতে চাইলেন, কিন্তু জেলা নেতৃত্ব নিজেদের পছন্দের অন্য কাউকে প্রতীক বরাদ্দ করলেন – নতুন সিদ্ধান্তে এমন সুযোগই থাকবে না।”

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে প্রায় ৭২ হাজার প্রার্থী থাকবেন। এই বিপুল সংখ্যক প্রার্থীর নামে সরাসরি কলকাতা থেকে প্রতীক বরাদ্দ করা হবে। মে মাসে মেয়াদ শেষ হচ্ছে পঞ্চায়েতগুলির।

এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে শুক্রবারের বৈঠকে নেত্রী মমতা কিছু বলেন কি না, সে দিকে তাকিয়ে ছিলেন তৃণমূল নেতৃত্বের অনেকে। পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়েও নেত্রীর বক্তব্যে ছিল নজর।

Mamata Banerjee : বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা
কিন্তু সে দিন পঞ্চায়েত ভোট নিয়ে বিশদ আলোচনা করেননি মমতা। বরং, ভোটের দিন ঘোষণা হলে এ ব্যাপারে আলোচনা হবে বলে মন্তব্য করেছেন। সেই বৈঠকেই অভিষেক বলেছেন, “পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক প্রার্থীর প্রতীক কেন্দ্রীয় ভাবে রাজ্যস্তর থেকে বণ্টন করা হবে।”

পঞ্চায়েত নির্বাচনে সাধারণত কী ভাবে প্রতীক বণ্টন হয়? তৃণমূলের প্রথম সারির এক নেতা বলেন, “রাজ্য নির্বাচন কমিশনের ফর্ম-এ নামে একটি ফর্ম আছে। রাজ্য সভাপতি সেই ফর্ম পূরণ করে কোনও জেলা সভাপতিকে প্রতীক বণ্টনের ক্ষমতা দেন। আর একটি ফর্ম আছে, তার নাম ফর্ম-বি। জেলা সভাপতি সেই ফর্ম পূরণ করে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।”

রাজ্যের বিরোধী দলগুলির মধ্যে BJP বা বাম-কংগ্রেস জেলা সভাপতি কিংবা জেলা সম্পাদককেই প্রতীক বণ্টনের ক্ষমতা দেন। তৃণমূল নেতৃত্ব কেন পদ্ধতি বদলের সিদ্ধান্ত নিলেন, সে ব্যাপারে জোর চর্চা শুরু হয়েছে জোড়াফুলের বিধায়ক থেকে জেলা সভাপতিদের মধ্যে। দলীয় নেতৃত্বের একাংশের বক্তব্য, গত পুর-নির্বাচনে প্রার্থী তালিকা ও প্রতীক বণ্টন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। তার পুনরাবৃত্তি এড়াতেই এই সিদ্ধান্ত।

TMC Clash In Malda : পঞ্চায়েতে প্রার্থী কে? মালদায় তৃণমূলের সভাতেই হাতাহাতি
পুর-ভোটে সুব্রত বক্সী ও দলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেন, তার সঙ্গে তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত তালিকায় কিছুটা ফারাক ছিল। যে কারণে একাধিক আসনে তৃণমূলের দু’জন করে প্রার্থী মনোনয়ন দাখিল করেন। কোন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হবে, এই নিয়েও টানাপড়েন চলে।

শেষ পর্যন্ত অনেক জায়গায় প্রতীক না-পাওয়া প্রার্থীরা প্রার্থিপদ প্রত্যাহারও করেননি। এই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকানোর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে নিচুতলায় প্রার্থী নিয়ে কোন্দল এড়াতেই নয়া কৌশল বলে মনে করছেন, তৃণমূলের বেশ ক’জন নেতা।

ত্রিস্তরীয় পঞ্চায়েতে মূলত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থী বাছাই নিয়ে সব দলেই মন কষাকষি চলে। এবং পুরসভার তুলনায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে প্রার্থীর সংখ্যা অনেক বেশি। ফলে জটিলতার আশঙ্কাও বেশি। তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটি ভোটকুশলী সংস্থা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।

Panchayat Election : প্রার্থী হতে ব্লকে ব্লকে হাজারের বেশি আবেদন! বাছাই করতে হিমশিম দশা তৃণমূলের
স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের প্রার্থী করা হবে বলে একাধিক বার প্রকাশ্যে জানিয়েছেন অভিষেক। তার সঙ্গে সাযুজ্য রেখেই প্রার্থীদের প্রতীক পৌঁছনোর জন্য রাজ্যস্তর থেকে তা বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে বলে তৃণমূলের একাধিক জেলা নেতৃত্বর বক্তব্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *