West Bengal Latest News: ‘মনের মানুষ পেয়ে গিয়েছি’, স্বামীর বন্ধুকে নিয়ে পালানোর পরই ফোন ময়নার বধূর – purba medinipur moyna house wife ran away with his husband friend


মেয়ে এবং স্ত্রীকে খুঁজে না পেয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন তমলুকের মিরিকপুরের এক যুবক। মিসিং ডায়ারি করতে যাওয়ার সময়ই ফোনের অপর প্রান্ত থেকে স্ত্রীর আওয়াজ শুনতে পান তিনি। স্ত্রী বলেন, “আমি মনের মানুষ পেয়ে গিয়েছি। আর ফিরব না। থানা পুলিশ করে কোনও লাভ নেই।” গোটা ঘটনায় কার্যত হতভম্ব ওই যুবক।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তমলুকে। ওই যুবক জানান, আর থেকে চার বছর আগে তমলুকের দক্ষিণ ময়নার এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের বছর দুয়ের মাথায় তাঁদের কোল আলো করে একটি কন্যা সন্তান আসে। কিন্তু, তাঁদের সংসার সুখের ছিল না। মাঝে মধ্যেই সাংসারিক অশান্তি ঘটত। তিনি হুগলির রিষড়ার একটি চটকলে কাজ করতেন।

West Bengal Latest News: কালরাত্রিই কাল হল স্বামীর, ফুলশয্যার আগে গয়নাগাটি সহ প্রেমিকের সঙ্গে পলাতক বধূ
এদিকে এই সুযোগ নিয়ে ওই যুবকের একটি বন্ধুর সঙ্গে আলাপ জমিয়েছিলেন ওই বধূ। মাঝে মধ্যেই ওই বন্ধু বাড়িতে যাতায়াত করলেও বিশেষ সন্দেহ হয়নি কারও। দীর্ঘ দিনের পুরনো বন্ধুর সঙ্গেই যে প্রেমে মজে উঠবেন ওই বধূ, তা ঠাহর করতে পারেননি তাঁর স্বামীও। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার ওই গৃহবধূ তাঁর আড়াই বছরের মেয়েকে নিয়ে বাপের বাড়ি যান। মেয়ের সর্দি-কাশি হয়েছে এই বিষয়টি সামনে রেখে তাকে ডাক্তার দেখানোর জন্য শুক্রবার সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে বার হয়েছিলেন তিনি। কিন্তু, আর বাড়ি ফেরেননি ওই বধূ।

Divorce Cases : ‘এক মাস সংসার করে দেখ…’, বিচারকের নির্দেশে ফের ‘মধুরেন সমাপয়েৎ’
এদিকে স্ত্রী এবং কন্যাকে না পেয়ে ময়না থানার দ্বারস্থ হন বধূর স্বামী। কিন্তু, মিসিং ডায়ারি করার আগেই তাঁর কাছে স্ত্রীর ফোন আসে। তিনি ফোনে জানান, মনের মানুষ খুঁজে পেয়েছেন, তাই আর স্বামীর ঘরে ফিরবেন না। আলাদা করে মিসিং ডায়ারি করেও কোনও লাভ নেই, স্বামীকে জানিয়ে দেন তিনি।

এখানেই শেষ নয়, মেয়ে এবং প্রেমিককে নিয়ে তিনি হায়দরাবাদে সংসার পাতবেন, স্বামীকে এমনটাও বলেন তিনি। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ওই যুবক। বন্ধুই যে স্ত্রী এবং সন্তানকে নিয়ে পালাবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এদিকে তাঁর স্ত্রী নতুন করে বিয়ে করে অন্য কারও সঙ্গে ঘর বাঁধার পরামর্শ দিয়েছেন।

Nadia News: ‘ও গো একটু মদ খাও’! প্রেমিকের জন্য স্বামীর পানীয়ে ঘাস মারা বিষ মেশালেন স্ত্রী? তারপর
এই ফোন পাওয়ার পর প্রথমে কী করবেন তা ঠাহর করতে পারেননি ওই যুবক। এরপর পুলিশের পরামর্শ নিয়ে তিনি ময়না থানায় মিসিং ডায়ারি করেন। ওই বধূ এবং তাঁর কন্যার খোঁজ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *