ইতিমধ্যেই কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দিন দিন সুর চড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্ট কি এই মামলায় রায়দান করবে? নজর এখন সেই দিকেই। এদিকে আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা।
সরকারি কর্মচারি পরিষদের পক্ষ থেকে দেবাশিশ শীল বলেন, “মামলার যদি আজ শুনানি হয় সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে রায়দানও হবে। আমরা আশাবাদী। দীর্ঘদিন ধরে সরকারি কর্মীরা আইনি লড়াই লড়ে এসেছেন। কলকাতা হাইকোর্টও আমাদের পক্ষেই রায় দিয়েছিল। সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ পড়বে, এমনটাই আশা করছি।”
এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিংকর অধিকারী বলেন, “আমাদের আন্দোলন শুধু DA-র দাবিতে নয়। দীর্ঘদিন যে সমস্ত অস্থায়ী কর্মীদের অল্প বেতনে খাটিয়ে নেওয়া হচ্ছে তাঁদের স্থায়ীকরণ করা, স্বচ্ছ নিয়োগের দাবিও রয়েছে। আন্দোলনের পথে হেঁটে আমরা আমাদের দাবি আদায় করব।”
উল্লেখ্য, গত বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের DA মিটিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছিল। এই জন্য রাজ্যকে তিন মাসের সময়ও বেঁধে দেওয়া হয়। যদিও ডিভিশন বেঞ্চে এই আবেদন পুর্নবিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য। এরপর মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
গত ১৫ মার্চ এই মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল। কিন্তু, তা পিছিয়ে যায়। প্রসঙ্গত, বাজেট অধিবেশনের দিন রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত তিন শতাংশ DA দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য। কিন্তু, এরপরেই আন্দোলনের জোর আরও বাড়ায় রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তাঁদের দাবি ছিল, তিন শতাংশ DA দিয়ে ‘ভিক্ষা’ দিচ্ছে রাজ্য।