Durgapur News : যাবজ্জীবন সাজা ঘোষণায় কোর্টে তাড়া কৌঁসুলিকে – durgapur court lawyer chased by convicts families


এই সময়, দুর্গাপুর: যাবজ্জীবন সাজা ঘিরে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর মহকুমা আদালত। মামলার সরকারি আইনজীবীর উপর চড়াও হয় সাজাপ্রাপ্তদের পরিবারের সদস্যরা। তাঁকে উদ্দেশ করে গালিগালাজ করা হয়। তেড়ে আসে কয়েকজন মহিলা। আদালত চত্বরে এ হেন হেনস্থার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি আইনজীবীরা।

কয়লা কারবারি শেখ আমিন হত্যাকাণ্ডে বুধবার দুপুরে ৮ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করে আদালত। সাজা ঘোষণার পরেই আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। পাবলিক প্রসিকিউটর ইন-চার্জ দেবব্রত সাঁই আদালত থেকে বেরিয়ে আসতেই তাঁকে দেখে উত্তেজিত হয়ে পড়ে সাজাপ্রাপ্তদের পরিবারের লোকেরা।

Group C Recruitment : ‘খেলা হবে’ শুনেই ক্ষুব্ধ বিচারপতি
গালিগালাজ করা ছাড়াও ধৃত কয়েক জনের জামিন পাইয়ে দিতে আর্থিক সুবিধা ও দামি উপহার নেওয়ার অভিযোগ আনা হয় দেবব্রতর বিরুদ্ধে। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন জানিয়ে সরকারি আইনজীবী তুষার গুপ্ত বলেন, ‘নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। এক জন সরকারি আইনজীবী ৮ জন অভিযুক্তকে জেলে রেখে তাদের সাজা নিশ্চিত করলেন। সেই আইনজীবী ও তাঁর সঙ্গী অন্য আইনজীবীদের হেনস্থা ও গালিগালাজ করা হলো অথচ পুলিশ নীরব দর্শক হয়ে রইল।’ যদিও হামলাকারী ৪ মহিলাকে এদিনই আটক করে পুলিশ।

মঙ্গলবার এই মামলায় দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তদের। ওই দিন আদালত চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়। পুলিশের সঙ্গে মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স। ওই সরকারি আইনজীবী বলেন, ‘আজ সেই নিরাপত্তা ছিল না। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ২২ জন সরকারি আইনজীবী বৃহস্পতিবার থেকে পেন ডাউন করার সিদ্ধান্ত নিয়েছি।’

Mamata Banerjee : জাতীয় সংগীত অবমাননা মামলা, বম্বে হাইকোর্টের দ্বারস্থ মমতা
দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনকেও কর্মবিরতিতে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন সরকারি আইনজীবীরা। তবে নিজের কাজে খুশি দেবব্রত। বলেন, ‘আমি খুশি। আমি আমার পারফর্ম্যান্সের জেরে আসামিদের ৮ বছর জেলে রেখে সাজা দেওয়াতে সক্ষম হয়েছি। তাতে যদি আমার বিরুদ্ধে বিক্ষোভ হয়, তো আমি খুশি।’ সাজাপ্রাপ্তদের আইনজীবী সৌমেন মিত্র জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

এদিন লাউদোহা ব্লকের কৈলাসপুর গ্রামের বাসিন্দা শেখ আমিন খুনে ধৃত ৮ জনকে বিচারক যাবজ্জীবন সাজার কথা শোনালে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন শাস্তিপ্রাপ্তদের পরিবারের লোকেরা। পরক্ষণেই ক্ষিপ্ত হয়ে তারা মারমুখী হয়ে ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *