Firhad Hakim : ‘চিরকুটে না লিস্টে চাকরি…’, বাম আমলের নিয়োগ নিয়ে বিস্ফোরক কলকাতার মেয়র – minister and mayor firhad hakim says illegal recruitment initiated in cpim rule


West Bengal News: নিয়োগ দুর্নীতর অভিযোগে একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারির পর থেকে গোটা রাজ্যজুড়ে জোরাল হচ্ছে শাসক-বিরোধী তরজা। বাম আমলের নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে আক্রমণ শানাচ্ছেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, উদয়ন গুহ-র মতো মন্ত্রীরা। তৃণমূলের আইটি সেলের তরফে অভিযোগ নেওয়ার জন্য চালু করা হয়েছে ইমেল আইডি। এবার বাম আমলের নিয়োগ নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Udayan Guha: বাম আমলের দুর্নীতি নিয়ে প্রয়াত বাবাকেও দুষলেন উদয়ন, পালটা সমালোচনা ফিরহাদের
সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে যান ফিরহাদ। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকরদের মুখোমুখি হয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন ফিরহাদ। বাম আমলে ‘চিরকুটে চাকরি’ প্রসঙ্গে বলেন, “চিরকুট কী লিস্ট জানি না। তবে এটা নিশ্চিতভাবে বাম আমলে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়েছে। এমনটা না হলে সব বাম নেতার বাড়ির লোক বা স্ত্রী কী ভাবে চাকরি পান। চিরকুট বা লিস্ট যেভাবেই হোক, বাম আমলে চাকরি হয়েছে বলে আমরা নিশ্চিত।”

বাম আমলের চাকরি নিয়ে মুখ খোলার পাশাপাশি সারদা চিটফান্ড নিয়েও নিজের মতামত দেন ফিরহাদ। তিনি বলেন, “সারদা থেকে শুরু করে অনেক চিটফান্ডের শুরুটা বাম আমলে হয়েছে। সব দুর্নীতি বাম আমলে হলেও গ্রেফতার আমাদের আমলে হয়েছে। সারদার মালিককে আমাদের পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু শুরুটা সিপিএম আমলে হয়েছিল।”

Firhad Hakim On Teacher Recruitment : ‘চিরকুটে লোক ঢোকানো যায় না’, ফিরহাদের গলায় ভিন্ন সুর
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কী কথা হল? এই প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, “ওনাকে বললাম আমরা খুব আনন্দিত যে আপনি আমাদের এখানে এসেছে। আপনার মত একজন মানুষ এখানে আসার কারণে আমরা খুবই উৎসাহিত। আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি।”

Udayan Guha : ‘বাম আমলে চাকরি ভাগ হত’, বিস্ফোরক অভিযোগ উদয়ন গুহর
সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন উত্তরবঙ্গ উন্নয়মনমন্ত্রী উদয়ন গুহ। তাঁর বাবা তথা বাম আমলের মন্ত্রী কমল গুহকে কাঠগড়ায় তুলে উদয়নের জানিয়েছিলেন দলের স্বার্থে তাঁকে চাকরি দিতে হয়েছিল। এমনকী বাম আমলে চিরকুটের চাকরি নিয়ে সওয়াল করেছিলেন তিনি। সেই প্রসঙ্গে ফিরহাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ও পাগলের মতো কী বলেছে আমি জানি না। চিরকুটে চাকরি দেওয়া যায় না, অন্তত একটা আবেদনপত্র লাগে। রিক্রুটমেন্ট রুলস চালু হওয়ার পর থেকে এভাবে চাকরি দেওয়া যায় না।” এদিন কার্যত নিজের মন্তব্য থেকে সরে এসে সতীর্থদের সুর শোনা গেল ফিরহাদের গলায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *