সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে যান ফিরহাদ। সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকরদের মুখোমুখি হয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন ফিরহাদ। বাম আমলে ‘চিরকুটে চাকরি’ প্রসঙ্গে বলেন, “চিরকুট কী লিস্ট জানি না। তবে এটা নিশ্চিতভাবে বাম আমলে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়েছে। এমনটা না হলে সব বাম নেতার বাড়ির লোক বা স্ত্রী কী ভাবে চাকরি পান। চিরকুট বা লিস্ট যেভাবেই হোক, বাম আমলে চাকরি হয়েছে বলে আমরা নিশ্চিত।”
বাম আমলের চাকরি নিয়ে মুখ খোলার পাশাপাশি সারদা চিটফান্ড নিয়েও নিজের মতামত দেন ফিরহাদ। তিনি বলেন, “সারদা থেকে শুরু করে অনেক চিটফান্ডের শুরুটা বাম আমলে হয়েছে। সব দুর্নীতি বাম আমলে হলেও গ্রেফতার আমাদের আমলে হয়েছে। সারদার মালিককে আমাদের পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু শুরুটা সিপিএম আমলে হয়েছিল।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কী কথা হল? এই প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, “ওনাকে বললাম আমরা খুব আনন্দিত যে আপনি আমাদের এখানে এসেছে। আপনার মত একজন মানুষ এখানে আসার কারণে আমরা খুবই উৎসাহিত। আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করছি।”
সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন উত্তরবঙ্গ উন্নয়মনমন্ত্রী উদয়ন গুহ। তাঁর বাবা তথা বাম আমলের মন্ত্রী কমল গুহকে কাঠগড়ায় তুলে উদয়নের জানিয়েছিলেন দলের স্বার্থে তাঁকে চাকরি দিতে হয়েছিল। এমনকী বাম আমলে চিরকুটের চাকরি নিয়ে সওয়াল করেছিলেন তিনি। সেই প্রসঙ্গে ফিরহাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ও পাগলের মতো কী বলেছে আমি জানি না। চিরকুটে চাকরি দেওয়া যায় না, অন্তত একটা আবেদনপত্র লাগে। রিক্রুটমেন্ট রুলস চালু হওয়ার পর থেকে এভাবে চাকরি দেওয়া যায় না।” এদিন কার্যত নিজের মন্তব্য থেকে সরে এসে সতীর্থদের সুর শোনা গেল ফিরহাদের গলায়।