Ajit Maity : ‘CPIM নেতাদের মদতে ৫০০-র বেশি বিনা ইন্টারভিউতে চাকরি…!’ বিস্ফোরক তৃণমূল নেতা – ajit maity attacks cpim leaders over recruitment scam


Paschim Medinipur News : যত দিন যাচ্ছে, রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বেড়েই চলেছে রাজনৈতিক তরজা। দুর্নীতি থেকে নিজেদের আড়াল করতে রাজ্যের প্রাক্তন শাসকদলকে বেছে বেছে আক্রমন করছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ এমনটাই। আর এবার এই আক্রমনের দলে নাম লেখালেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি (Ajit Maity)। তাঁর বক্তব্য, “CPIM নেতাদের মদতে জেলায় প্রায় ৫০০-র বেশি মানুষ বিনা ইন্টারভিউতে চাকরি করছেন’।

Hooghly BJP : সুজন-সূর্যকান্তদের নামেও ‘চাকরি চোর’ স্লোগান, হুগলিতে TMC-CPIM-র বিরুদ্ধে বিক্ষোভ BJP-র
নিয়োগ দুর্নীতি নিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। যদিও এই বিষয়ে তৃণমূলকে পাল্টা খোঁচা দিয়েছে CPIM ও BJP দুই শিবিরই। অজিত মাইতি সরাসরি যুক্ত আছেন নিয়োগ দুর্নীতিতে, দাবি করেছে BJP। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির অভিযোগ, “শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতেই বামফ্রন্টের সময়ে CPIM নেতাদের আত্মীয়দের অন্তত ৫০০ জনের বিনা ইন্টারভিউতে চাকরি হয়েছে”।

Udayan Guha : ‘উদয়ন একজন প্রতারক’, কমল গুহকে নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ RSP
পাশাপাশি BJP-র বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। তার বক্তব্য, “রেল, এইমস ও বিভিন্ন জায়গাতে ক্যাজুয়ালের নামে BJP নেতার আত্মীয়দেরকে ঢোকানো হচ্ছে। এসব জায়গায় ব্যাপক দুর্নীতি করছে BJP। আর এদিকে শুধু শুধু বদনাম করা হচ্ছে তৃণমূলের”।

TMC MLA : ‘বেআইনি কাজ শিখিয়েছেন বামপন্থীরা’, নিয়োগ দুর্নীতি নিয়ে CPIM-কে তোপ তৃণমূল বিধায়কের
অজিত মাইতির দাবি, “শুধু তৃণমূলের আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে এত হইচই। বাকি সময়ের নিয়োগ দুর্নীতি নিয়ে কেন এত প্রশ্ন উঠছে না”? তার দাবি সমস্ত বিষয় নিয়েই তদন্ত হওয়া উচিত। যদিও CPIM-এর জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন, “২০১১ সালের আগে দুর্নীতির সঙ্গে যুক্ত CPIM নেতারা, এরকম একটাও প্রমাণ দিতে পারেনি বর্তমান শাসক দল বা সরকার।

Chinsurah Municipality : কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ BJP-র, মুখ খুললেন পুরপ্রধান
আসলে যারা চোর তারা অপরকে চোর প্রতিপন্ন করতেই ব্যস্ত নিজের দোষ ঢাকার জন্য”। পাশাপাশি কুনাল ঘোষের করা মন্তব্য নিয়েও কুনাল ঘোষকে একহাত নিয়েছেন সুশান্ত ঘোষ। বলেছেন, “উনি নিজে কি, সেটা আগে দেখুন। কে কি কিনল, কত টাকা দিয়ে কিনল, সেটা না দেখে নিজের দলের দুর্নীতিটা দেখুন”।

Bratya Basu : ‘তাড়া দেবেন না, সব বেরিয়ে আসবে…’, বাম আমলে চাকরি নিয়ে হুঁশিয়ারি ব্রাত্যর
অন্যদিকে অজিত মাইতিকে কড়া ভাষায় আক্রমণ করেছে গেরুয়া শিবির। জেলা BJP-র সহ-সভাপতি শঙ্কর গুচ্ছাইতের দাবি, “নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত অজিত মাইতি। তারই হাত ধরে একের পর এক বেআইনি নিয়োগ হয়েছে জেলায়।

আর এখন BJP-কে নিয়ে বড় বড় কথা বলছেন। BJP এই রাজ্যে আজ পর্যন্ত ক্ষমতায় আসেনি। তাহলে দুর্নীতিটা হল কোথায়”? অজিত মাইতির বিরুদ্ধে তদন্তেরও দাবি জানিয়েছেন জেলা BJP-র এই হেভিওয়েট নেতা। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এখন রীতিমতো সরগরম জেলার রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *