Jitendra Tiwari Health Update : জিতেন্দ্রকে কলকাতায় রেফার বর্ধমান মেডিক্যালের, করা হতে পারে অ্যাঞ্জিওগ্রাফি – bjp leader jitendra tiwari refers to kolkata by burdwan medical college and hospital


বুধবার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। বুকে ব্যথা বাড়তেই বৃহস্পতিবার সন্ধেবেলা তাঁকে আসানসোল জেলা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার জরুরি বিভাগে চিকিৎসা শুরু হয়ে হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, ধৃত বিজেপি নেতার হৃদযন্ত্রের সমস্যার রয়েছে। তাঁর দ্র্রত অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে।সেক্ষেত্রে যদি কোনো কারণে বাইপাস সার্জারি (CTVS)-র প্রয়োজন হয়, সেই ব্যবস্থা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেই। সেই কারণেই তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। বধর্মানের মেডিক্যালের কার্ডিওলজি বিভাগও তাঁকে কলকাতায় রেফার করার বিষয়ে সহমত হয়েছে বলে জানা গিয়েছে।

Jitendra Tiwari : বর্ধমান মেডিক্যালে আনা হল জিতেন্দ্রকে, অ্যাম্বুল্যান্সের পিছনে কাঁদতে কাঁদতে ছুটলেন স্ত্রী-কন্যা
শেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে ধৃত বিজেপি নেতা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেই রয়েছেন। যে কোন মুহূর্তে তাঁকে সেখানে থেকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবে পুলিশ। সূত্রের খবর জিতেন্দ্রকে কলকাতার ছায়া সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আসানসোল জেলা হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যালে নিয়ে আসার পর তাঁর দু’বার ইসিজি ও তিন বার ট্রপ-টি (Trop T) করা হয়। হাসপাতাল সূত্রে খবর, V1,V2 ও V3 তে সামান্য সমস্যা দেখা গেলেও তিনবারই তাঁর ট্রপ-টি (Trop-T) রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রাথমিকভাবে জটিল কোনো সমস্যা ধরা না পড়লেও নিশ্চিত হতে হাসপাতালের চিকিৎসকরা আবার ইকো-কার্ডিওগ্রাম করার সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে বিজেপি নেতা বর্ধমান হাসপাতালের পুলিশ সেলেই রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেওয়া হবে।

Jitendra Tiwari BJP : কমেনি বুকের ব্যথা, চলছে অক্সিজেন! জিতেন্দ্রকে বর্ধমানে মেডিক্যলে নিয়ে যাওয়ার পরিকল্পনা
বুধবারই হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয় জিতেন্দ্রর। এর পাশাপাশি শ্বাসকষ্টও হচ্ছিল। জেল কর্তৃপক্ষকে সেই কথা জানাতেই তড়িঘড়ি তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালেই জিতেন্দ্র স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তিনি জানিয়েছিলেন, জিতেন্দ্র ভালো নেই। তাঁর অক্সিজেন চলছে, এমনকী ঠিক করে কথাও বলতে পারছেন না।

Jitendra Tiwari News : জেল হেফাজতে হঠাৎ অসুস্থ জিতেন্দ্র তেওয়ারি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে
উল্লেখ্ষ ২০২২ সালের ১৪ ডিসেম্বর আসানসোলের এক কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়। সেই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র ও তাঁর স্ত্রী চৈতালি। এরপরই চলতি মাসে তাঁকে নয়ডা থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবারই তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। জিতেন্দ্রর শারীরিক অবস্থার দিকে নজর থাকবে সকলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *