Mid Day Meal : ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের – kultali villagers protested against poor condition mid day meal distribution


Dakshin 24 Parganas : রাজ্যজুড়ে একের পর এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান ঘিরে দেখা যাচ্ছে বিক্ষোভ। কোথাও দেওয়া হচ্ছে পচা ডিম, তো কোথাও খিচুড়িতে দেওয়া হচ্ছে ডিম সেদ্ধর নোংরা জল। আবার কোথাও অভিযোগ সব খাবারের নিম্নমান নিয়েই। এর পরিপ্রেক্ষিতে এবার মালদা, বাঁকুড়ার পর কুলতলিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। নিম্নমানের খাবার ও যখন তখন কোনও নির্দেশিকা ছাড়াই সেন্টার বন্ধ রাখার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে এই বিক্ষোভে সামিল হয়েছেন কুলতলি ব্লকের কৈখালির ২৫৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থানীয় বাসিন্দারা।

ICDS Centre : ICDS সেন্টারে ‘বরাদ্দ’ অর্ধেক ডিম! কুলতলিতে প্রতিবাদ-বিক্ষোভ
বাচ্চাদের সেন্টারে পাঠালেও তাদের ভালো মানের খাবার দেওয়া হয় না বলে অভিযোগ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পঞ্চালী সর্দার বলেন, “রান্নায় কাঁচা তেলের গন্ধে কেউ খেতে পারে না। কেন্দ্রের কর্মী প্রায়ই দেরি করে আসেন। সকালে বাচ্চারা টিফিনের কৌটো নিয়ে কেন্দ্রে যায়। কর্মী না থাকলে ছেলেরা খেলতে চলে যায়। পরে তারা কেন্দ্রে গেলে খাবার দেওয়া হয় না।

Malda Anganwadi Centre : অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে দেওয়া পচা ডিম খেয়ে অসুস্থ ২ শিশু! তালাবন্দি সুপারভাইজার
এছাড়া, অঙ্গনওয়াড়ি কর্মী ছেলেমেয়েদের নজরে রাখেন না। কেউ অসুস্থ হলে খোঁজখবর নেন না”। আরেক বাসিন্দা বৃহস্পতি সর্দার বলেন, “যখন তখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি দেওয়া হয়। কোনও ঠিক নেই। বাচ্চারা অনেকদিনই খাবার পায় না”। আরেক বাসিন্দা শিবানী সর্দার ছুটি ও খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Kultali Food Poisoning : ইফতার পার্টি থেকে ফিরে অসুস্থ হয়ে মৃত্যু কিশোরীর! অসুস্থ বহু, খাদ্যে বিষক্রিয়া?
তিনি বলেন, “এই সেন্টার থেকে নিয়মিত নিম্নমানের খাবার দেওয়া হয়। সেন্টারের কর্মীকে বলতে গেলে তিনি কোনও ভ্রূক্ষেপ দেখান না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, তাঁকে আমরা কেউই মাঝে মধ্যেই দেখতে পাইনা”। তাঁদের দাবি, আগেও কেন্দ্রের কর্মীকে নিয়ে সমস্যা হয়েছিল। তখন মিটমাট হয়ে যায়।

Dakshin 24 Pargana : পরীক্ষা দিতে যাওয়ার আগে উদ্ধার একাদশের ছাত্রীর ঝুলন্ত দেহ, কুলতলিতে রহস্য
তাদের সবার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উর্মিলা মন্ডল নিয়মিত আসেন না। কখনও তিনি এলেও আসেন না এই কেন্দ্রের স্বহায়ক মীনাক্ষি সর্দার। এই বিষয়ে মীনাক্ষী দেবী জানান, “দিদিমণি অসুস্থ তাই আমি এই কদিন আসিনি। আমাকে যেমন নির্দেশ দেওয়া হয় আমি তেমন ভাবেই চলি। এই বিষয়ে আমার কোনও হাত নেই”।

এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উর্মিলা মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু বলতে রাজী হননি। যদিও কুলতলির BDO বীরেন্দ্র অধিকারী বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কেউ অভিযোগ করেননি। ওঁদের বক্তব্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *