এই সময়: কলকাতা এখন লন্ডনের থেকেও ভালো শহর বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে তাঁর দু’দিনের ধর্না কর্মসূচির দ্বিতীয় দিন, বৃহস্পতিবার তৃণমূল জমানায় কলকাতার উন্নয়ন নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেন। তাঁর কথায়, ‘আমি বলেছিলাম, কলকাতাকে লন্ডন বানাব।

Mamata Banerjee : ‘আগে সব রাস্তা ছিল ঢেউ খেলানো…মাছ চাষ করা যেত’, সিঙ্গুরে রাস্তাশ্রী-পথশ্রীর উদ্বোধনের পর মন্তব্য মমতার
এখন বলছি, কলকাতা লন্ডনের থেকেও ভালো হয়েছে। লন্ডনে আমি গিয়েছিলাম। সেখানে হাইড পার্কে গিয়ে দেখি, কিছু হাঁস রয়েছে আর একটা চিপ্‌সের দোকান। সেখানে আমাদের রবীন্দ্রতীর্থে গিয়ে দেখুন, কত সৃষ্টি রয়েছে। আমরা বিশ্ববাংলা কনভেনশন সেন্টার করেছি। ৩৪ বছরে সিপিএম করতে পারেনি। ২৫ বছরে কংগ্রেস করতে পারেনি।’

Suvendu Adhikari: ‘রামনবমীতে ছুটি দেননি’, ধর্মীয় আবেগ হাতিয়ার করে মমতাকে খোঁচা শুভেন্দুর
কলকাতাকে লন্ডন করার যে প্রতিশ্রুতি মমতা ক্ষমতায় আসার পর দিয়েছিলেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিরোধী শিবির কটাক্ষ করেছে। অনেক মিম-ও তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে। কিন্তু মমতার সাফ কথা, ‘এখন কেউ কলকাতায় এলেই বলেন, আগের সেই কলকাতা এখন নেই। কলকাতা অনেক সুন্দর হয়েছে।’

Suvendu Adhikari On CPIM : ‘নেপোয় মারে দই’, শুভেন্দুর আক্রমণে পালটা সিপিএমেরও
যদিও মমতার এই মন্তব্য নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর তির্যক উক্তি, ‘উনি ঠিক বলেছেন। কলকাতা আর আগের মতো নেই। এখন খাটের তলায় টাকা পাওয়া যায়, ফ্ল্যাটে টাকা পাওয়া যায়। দুর্নীতিতে এই শহরের তৃণমূল নেতা-মন্ত্রীরা জেলে যান। যে নিউ টাউনের কথা উনি বলেছেন, তা বামফ্রন্টের তৈরি করা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *