West Bengal News : সিনেমার কায়দায় রাতারাতি বালি পাচার হয়ে যাচ্ছে আরামবাগ মহকুমার ভাদুর এলাকায়, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ বলিউডের সিনেমায় যেমন গভীর রাতে জঙ্গলের ভিতর দিয়ে বালি, কয়লা, কাঠ, লোহা পাচারের দৃশ্য দেখা যায়, ঠিক সেই ভাবেই গোঘাটের ভাদুর এলাকার গভীর জঙ্গলের ভিতর দিয়ে বালি পাচারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ, বালি খাদ থেকে বালি তুলে আইনের মাধ্যমে নির্দিষ্ট পথে না নিয়ে গিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে কখনও দিনের বেলা আবার কখনও গভীর রাতে বালি পাচার হয়ে যাচ্ছে।

Hooghly News : নেই উন্নয়ন, ভোট বয়কটের ডাক আরামবাগের ক্ষুব্ধ গ্রামবাসীদের
পাশাপাশি ভাদুরের শিবতলা এলাকার গ্রামীন রাস্তা দিয়েও পাচারের বালির গাড়ি যাচ্ছে বলে অভিযোগ। আর এই ভাবে দিনের পর দিন বালির গাড়ি চলাচল করায় রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে। অথচ আরামবাগ প্রশাসন নিরব। এমনটাই দাবি স্থানীয় মানুষদের। দিনের পর দিন এই ঘটনা ঘটায় ক্ষিপ্ত হয়ে এদিন ওই এলাকার স্থানীয় মানুষ তিনটি ট্রাক্টর আটক করে।

Howrah News : বালি তুলতে বাধা পুলিশের! রুটিরুজি হারিয়ে আন্দোলনে নৌকাজীবী শ্রমিক ইউনিয়ন
তাদের প্রশ্ন, রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে কিভাবে প্রশাসনের চোখকে ধুলো দিয়ে বালি পাচার হচ্ছে? প্রশ্ন উঠছে, কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? তাহলে কি অন্য কোনও রহস্য লুকিয়ে আছে? উঠছে নানা প্রশ্ন। এই বিষয়ে এক স্থানীয় যুবক অরুন খাঁ বলেন, “ভাদুর এলাকায় তিনটি বালি খাদ আছে।

Dooars Resort : ডুয়ার্সে বেআইনি রিসর্ট নির্মাণের অভিযোগ, জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বিক্ষোভ BJP-র
এরা বিনা চালানে বালি কাটে। একটা চালানে সারাদিন বালি নিয়ে যায়। জঙ্গলের ভিতর দিয়ে বালি নিয়ে যাওয়ায় রাস্তা খারাপ হয়ে গিয়েছে”। অপরদিকে আর একজন ব্যক্তি নবকুমার রায় বলেন, “গ্রামের ভিতর দিয়ে বালির গাড়ি যাওয়ায় রাস্তাঘাট একেবারে খারাপ হয়ে যাচ্ছে। নিষেধ করলে গাড়ির লোকরা গালিগালাজ করছে”।

Car AC Tips : কেবিন ঠান্ডা হতে সময় লাগছে? 1 মিনিটে গাড়ি হয়ে যাবে শিমলা, শুধু মানুন এই টিপস
অন্যদিকে আটক হওয়ায় ট্রাক্টর মালিক তমাল চক্রবর্তী বলেন, “সঠিক চালান ও ট্যাক্স দিয়েই বালির গাড়ি চালাচ্ছি। দু’নম্বরি করছি কেউ বলতে পারবে না। রাস্তায় ধুলো উড়লে খাদ মালিককে বলা উচিত”। এদিকে রাস্তা খারাপের কথা স্বীকার করে নিয়েছেন বালির ডাম্পার চালক নুর মহম্মদ। তিনি বলেন, “বালির গাড়ি চলাচলের জন্যই রাস্তা খারাপ হয়েছে। আমরা এই রাস্তা দিয়েই প্রতিদিন বালির গাড়ি নিয়ে যাই”।

তবে আরামবাগ এলাকার ফরেস্টের রেঞ্জার আসরাফুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। এটা আগে ছিল না। জঙ্গলের ভিতর দিয়ে বালির গাড়ি যাতে না যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে”। সবমিলিয়ে জঙ্গল ও গ্রামের মানুষের চলাচলের রাস্তা বাঁচাতে এবং বালি পাচার রোধ করতে প্রশাসন কি ব্যবস্থা নেয়, এখন সেই দিকে তাকিয়ে এলাকার মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *