Suvendu Adhikari : ‘মোমিনপুর-ইকবালপুরের মতো ঠান্ডা করব’, হাওড়া হিংসা নিয়ে তোপ শুভেন্দুর – bjp leader suvendu adhikari attacks mamata banerjee and trinamool congress on howrah clash


হাওড়ার পুলিশ কমিশনারের অফিসারে দফতরে সিডি জমা দেওয়ার পর সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও পুলিশ প্রশাসনকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির কারণে হাওড়ার শিবপুরের এই ঘটনা ঘটেছে।

Suvendu Adhikari : হাওড়ার ঘটনায় ‘দেশ বিরোধী শক্তি’! NIA-CBI তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু
শুভেন্দু জানিয়েছেন, গোটা রাজ্যজুড়ে আয়োজিত ১ হাজারেরও বেশি মিছিল করার জন্য পুলিশের থেকে অনুমতি নেওয়া হয়েছিল। হাওড়ার ঘটনার জন্য তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কার্যত দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এই কাজ করেছে। রাজ্যে কোথাও সমস্যা হয়নি, শুধু হাওড়াতই হয়েছে। বগটুইকাণ্ড, সাগরদিঘির উপনির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের সভানেত্রী বুঝেছিলেন যে সংখ্যালঘু ভোট তাঁর হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সেই ভোটে ফেরাতে পুলিশকে নিষ্ক্রিয় করে তৃণমূল নেতা শামিম আহমেদের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনার জন্য মমতা ও তাঁর দল দায়ী।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুদের অপমান করার পাশাপাশি মিথ্যাচারের অভিযোগ করছেন শুভেন্দু। শিবপুরে রামনবমীর মিছিল রুটবদল নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানিয়েছেন শুভেন্দু। এমনকী মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা করেছেন শুভেন্দু। তিনি বলেন, “মিথ্য বলার জন্য মুখ্যমন্ত্রীর রামভক্তদের কাছে ক্ষমা চাওয়া উচিৎ। তুষ্টিকরণের রাজনীতির কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”

Ram Navami In West Bengal : BJP-র হিংসার ফর্মুলা! রামনবমীর শোভাযাত্রায় বন্দুকের ভিডিয়ো পোস্ট করে সরব অভিষেক
হাওড়ার ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “যে ৩৬ জনকে গ্রেফতার করেছে তাঁরা কেউ এই ঘটনায় দোষী নয়। দুপুর থেকে ওই এলাকায় ফের ঘটনা ঘটছে। পুলিশকে নিষ্ক্রিয় করে ওখানে তাণ্ডব চালানো হচ্ছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। যেভাবে মোমিনপুর-ইকবালপুরকে ঠান্ডা করেছি, সেইভাবে ওই এলাকাকেও ঠান্ডা করে ছাড়ব।”

Suvendu Adhikari : ‘CPIM ১ কোটি বেকার তৈরি করেছিল, মমতা তা ডবল করেছেন’, তোপ শুভেন্দুর
বিরোধী দলনেতার দাবি, দুর্নীতি ও ডিএ আন্দোলনের মতো বিষয়গুলি থেকে চোখ ঘোরাতে হাওড়াতে এই ঘটনা ঘটনো হয়েছে। এদিন সিপিএমের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “তথাকথিত তৃণমূলের বিরোধী সিপিএমকে বলব হাওড়া ও ডালখোলার ঘটনায় আপনাদের অবস্থান কী তা স্পষ্ট করুন।” এদিনের সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু দাবি করেন যে হাওড়ার রামনবমীর মিছিলে কারও হাতে কোনও অস্ত্র ছিল না। সকলের হাতে ধ্বজা ছিল বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *