Nadia News : রাস্তায় ছুটবে হেলিকপ্টার! ভাড়াও নামমাত্র, নদিয়ার গৌতমের কেরামতিতে তাজ্জব এলাকাবাসী – youth from nadia goutam malakar transform toto into a helicopter


এবার রাস্তায় ছুটবে হেলিকপ্টার! হাত দিয়ে তা স্পর্শ করতে পারবেন সাধারণ মানুষ। অনুভবও করা সম্ভব। অবাক হচ্ছেন? ভাবছেন কী ভাবে? আসলে একটি টোটোকেই রাতারাতি হেলিকপ্টারের রূপ দিয়েছেন নদিয়ার চাকদার বাসিন্দাগৌতম মালাকার। সাধারণ মানুষের কাছে টোটোটি আকর্ষণীয় করে তোলার জন্যই এই পদক্ষেপ বলে জানান তিনি।

কেন হঠাৎ টোটো হয়ে গেল হেলিকপ্টার?
এই প্রসঙ্গে নদিয়ার যুবক গৌতম মালাকার বলেন, “আমি আসলে টোটোটিকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে চেয়েছিলাম। তাই এই উদ্যোগ। এখনও পর্যন্ত তা তৈরি করতে আমার দুই লাখ টাকা খরচ হয়েছে। আরও টাকার প্রয়োজন। কারণ ভেতরে এখনও অনেক কাজ করা বাকি।”

West Bengal News: পকেটে থাকা অবস্থাতে দামি মোবাইলে আচমকাই আগুন, হাসপাতালে যুবক
তাঁর সংযোজন, “ছোটদের কাছে তিনি এই হেলিকপ্টার তথা টোটোটিকে অন্যতম আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু করে তুলতে চান।” উল্লেখ্য, টোটোটিকে দেখলে চেনা দায়! মাথার উপর বনবন করে হেলিকপ্টারের মতো ঘুরছে পাখা। তেল বা ইলেকট্রিকে নয়, এ গাড়ি সম্পূর্ণ ব্যাটারি চালিত। গঠনও পুরোপুরি হেলিকপ্টারের মতো। বাজার চলতি দুটি গাড়িকে এভাবেই সাজিয়েছেন গৌতম

Goutam Deb : ‘প্রতিটি বুথে ৫০ শতাংশ ভোট সুনিশ্চিত করাই লক্ষ্য’, মন্তব্য সদ্য দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গৌতম দেবের
আগে সাইকেলের কাজ করতেন এই যুবক। কিন্তু, বর্তমানে সেই কাজ আর সেভাবে জোটে না। তাই রুটি রুজির টানে বাধ্য হয়েই অন্য পেশার খোঁজ করেন তিনি। এরপরেই টোটোকে হেলিকপ্টারে রূপান্তরিত করার শখ চাপে তাঁর মধ্যে। আর বিলম্ব করেননি তিনি। সাততাড়াতাড়ি তিনি সেই কাজে জুটে যান।

এদিকে এই ঘটনাটি সামনে আসার পরেই ভিড় জমিয়েছেন উৎসাহিরা। তাঁদের কথায়, “আগে কখনও ভাবিনি এভাবে রাস্তার উপর দিয়ে হেলিকপ্টার ছুটতে পারে। তাই অত্যন্ত অবাক হচ্ছি আবার খুশিও হচ্ছি। কবে এই টোটোগুলিকে চড়তে পারব, সেই বিষয়ে অত্যন্ত আগ্রহী।”

AI Technology : প্রযুক্তির বিড়ম্বনা! গুছিয়ে ফ্লার্ট, চ্যাটজিপিটির তুতো ভাইয়ের প্ররোচণায় আত্মঘাতী যুবক!!
গৌতম জানান, আপাতত এই টোটো-হেলিকপ্টারের ভেতরে তিনি বিভিন্ন কাজ করতে চান। সেই কাজ সম্পন্ন হওয়ার পরেই নতুনভাবে তা পথে নামবে। সাধারণ মানুুষের মন জয় করতে পারবে এই টোটো, আশাবাদী তিনি। গৌতম আরও জানান, সুরক্ষার দিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে নজর রেখেই এই হেলিকপ্টারটি তৈরি করা হয়েছে।

Howrah News : ১ কোটি জরিমানা আদায়! রেকর্ড সাঁতরাগাছির টিটি পিকে দাসের
ইতিমধ্যেই গৌতমের এই ‘আবিষ্কার’ নিয়ে এলাকায় হইচই পড়ে গিয়েছে। এলাকাবাসী তাঁর হেলিকপ্টার টোটোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এদিকে এভাবে সাড়া পাওয়ার পর আরও উৎসাহী হয়েছেন গৌতমও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *