Recruitment Scam : এসএসসি-র নকল ওয়েবসাইট, গুগুলকে ইমেল CBI-এর – recruitment scam cbi mailed to google to know details kuntal ghosh 2 fake websites


এই সময়: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নকল করে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ। অনেকটা ‘কুমির ছানা’ দেখানোর মতোই নকল ওয়েবসাইটে অযোগ্যদের নাম তালিকাভুক্ত করে কুন্তল বোঝানোর চেষ্টা করতেন, তাঁদের নাম টেট উত্তীর্ণ প্যানেলে উঠে গিয়েছে। এর পরই শুরু হতো আসল খেলা।

Recruitment Scam : লেনদেনে জোট পার্থ-কাউন্সিলরের, দাবি ইডি-র
তালিকায় নাম দেখে অযোগ্যরা চাকরি পাকা করার জন্য টাকাও দিয়ে দিতেন কুন্তলকে। এমন দু’টি ভুয়ো ওয়েবসাইটের তদন্তে আরও তথ্য পেতে গুগল কর্তৃপক্ষকে ই-মেল করে বিস্তারিত জানতে চাইল সিবিআই। কোন ডোমেন ব্যবহার করে ওয়েবসাইটগুলি বানানো হয়েছিল? কার নামে ছিল সেই ডোমেন, তা কেনা হয়েছিল না ডোমেন ভাড়া নেওয়া হয়েছিল, সে সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Recruitment Scam : উড়ান সংস্থা থেকে দুর্নীতির উড়ানে কুন্তল
অন্যদিকে, নিয়োগ মামলায় আর এক অভিযুক্ত ব্যবসায়ী অয়ন শীলের কর্মকাণ্ডের বিষয়ে চাকরির কাটমানির হিসেব পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অধিকারিকেরা জানতে পেরেছেন, রাজ্যের পুরসভাগুলিতে স্থায়ী এবং অস্থায়ী পদে প্রায় পাঁচ হাজার জনকে বেআইনি ভাবে নিয়োগ করার সঙ্গে যুক্ত তিনি। তার জন্য ১২ কোটি টাকা ‘কাটমানি’ নিয়েছিলেন অয়ন। তাঁকে সাহায্য করেছিলেন পুরসভায় কর্মরত ব্যক্তিরা। সেই চক্রে কারা ছিলেন, তাঁর একটি তালিকা তৈরির চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা

OMR Sheet : কারচুপির কালিতে কি বাদ যোগ্যরা? কীর্তি অয়নের, দাবি ইডি-র
সিবিআই সূত্রের খবর, কুন্তলের ভুয়ো ওয়েবসাইটের কারসাজি শুরু হয়েছিল ২০১৭ সালের আগে থেকে। গুগলে সার্চ করলেই এসএসসি-র ওয়েবসাইটের পরে আসত কুন্তলের ভুয়ো ওয়েবসাইট। দেখতে একেবারে আসল ওয়েবসাইটের মতো। ফলে অযোগ্যরা তা দেখে বুঝতে পারতেন না কোনটি আসল আর কোনটি নকল। অযোগ্যদের নিজের অফিসে ডেকে, তাঁদের সামনেই ওয়েবসাইট থেকে ‘প্রিন্ট আউট’ বের করে হাতে দেওয়া হতো। বলা হতো, ‘আপনারা টেট উত্তীর্ণ হয়ে গিয়েছেন। বাকি টাকা দিলেই চাকরি পাকা।’ আর এই ফাঁদে পা দিতেন চাকরি প্রার্থীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *