Kurmi Protest Update: রাজ্যের প্রস্তাবে না, পঞ্চম দিনে পুরুলিয়ায় আন্দোলন প্রত্যাহার কুড়মি সমাজের – kurmi protest withdrawn at purulia at the 5th day of protest


লাগাতার পাঁচদিন ধরে নিজেদের দাবি নিয়ে আন্দোলনে কুড়মি সমাজ। ভোগান্তির পঞ্চম দিনে অবশেষে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কুড়মি সমাজ। যদিও তাঁরা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের প্রস্তাব কুড়মি সমাজ গ্রহণ করছে না। তবে নিজে থেকেই রাস্তা ও রেল অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত কুড়মি নেতাদের একাংশের । অবরোধ প্রত্যাহার করলেও নিজেদের দাবি আদায়ের আন্দোনে অনড় কুড়মি সম্প্রদায়। কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলাপ আলোচনার পর আন্দোলনের পরবর্তী পর্যায় কী হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে কুড়মি সমাজ। পুরুলিয়ার কুস্তাহার রেল লাইন থেকে সরলেন আন্দোলনকারীরা। তবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার খেমাশুলিতে কুড়মি সমাজের অবরোধ আন্দোলন অব্যাহত ৷

Kurmi Protest: শাসক থেকে মুখ ফেরাচ্ছে কুড়মি সমাজ? নেতাদের মুখে শুধু, ‘বঞ্চনা আর বঞ্চনা’
এদিন সকাল এগারোটা নাগাদ পুরুলিয়ায় কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতো জানান, ”রাজ্যের প্রস্তাব তারা মানছেন না। যদিও আপাতত বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এরপরই রেল লাইন থেকে অবরোধ সরিয়ে নেয় অজিত মাহাতোর অনুগামী ও সমর্থকেরা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে এই আন্দোলনের নেতৃত্বে আছেন রাজেশ মাহাতো। খেমাশুলিতে অবরোধে থাকা কুড়মি সমাজের সদস্যরা জানিয়েছেন, তাঁরা শীর্ষ নেতৃত্বের তরফে এমন কোনও নির্দেশ পাননি। আপাতত কুড়মি আন্দোলন অব্যাহত পশ্চিম মেদিনীপুরে।

Kurmi Protest: ‘কিছু কুড়মি নেতা অন্য রাজনৈতিক দলের হয়ে গান গাইছেন…’, আন্দোলনকে কটাক্ষ করে ভোটে লড়ার চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের
প্রসঙ্গত, পুরুলিয়ায় আদিবাসী সমাজের রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার হতেই খেমাশুলি স্টেশনে এসে পৌঁছালেন রেল পুলিশের আধিকারিকরা। ঘুরে দেখছেন স্টেশন চত্বর। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার উপর নজর রাখছেন আধিকারিকরা।

Kurmi Protest: কুড়মি আন্দোলনে ট্রেন বাতিলে ভিন রাজ্যে আটকে ৫০ পরিবার, হোটেল বিল মেটাতে নিঃস্ব দশা

এই আন্দোলনের জেরে ব্যাপক প্রভাব পড়েছে রেল পরিষেবায়। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় টানা ১২০ ঘণ্টার এই অবরোধের জেরে ব্যাপক প্রভাব পড়েছে বাঁকুড়া জেলার রেল পরিষেবাতেও। গত কয়েক দিনের মতো রবিবারও সকাল থেকে ঐ অবরোধের জেরে খড়্গপুর-আদ্রা শাখায় একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে। এদিনও খড়্গপুর-হাটিয়া ১৮০৩৫, খড়্গপুর-রাঁচি ১৮০৮৫, পুরুলিয়া-হাওড়া সুপার ফাস্ট ১২৮২৮, ১২৮৮৩ রূপসী বাংলা এক্সপ্রেস, ১৮০১২/১৪ হাওড়া-চক্রধরপুর ট্রেন বাতিল হয়েছে। বাতিল হয়েছে খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস। এমনকি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, অথবা রুট ছোট ও সংক্ষিপ্ত করা হয়েছে।

মেদিনীপুরে এখনও অবরোধ থাকায় আপাতত রেল পথে ভোগান্তির এখনই শেষ হচ্ছে না। একইসঙ্গে অবরুদ্ধ ৬ নং জাতীয় সড়কও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *