Fire Incident: ফের বিপত্তি হাওড়া-আমতা শাখায়। ছুটির দিনেও ব্যাহত রেল পরিষেবা। লাইনের পাশে ভয়াবহ আগুন লেগে ট্রেন চলাচলে বিপত্তি। হাওড়া আমতা শাখার ড়াসী স্টেশনের কাছে লাইনের পাশে আগুন লেগে যাওয়ায় ট্রেন চলাচলে সমস্যা। জানা গিয়েছে, গত এক দেড় ঘণ্টা ধরে বন্ধ পরিষেবা। রেললাইনের পাশে ঘাস-অগাছায় আগুন লেগে বিপত্তি। বিধ্বংসী আগুন দাউ দাউ করে জ্বলছে। ইলেকট্রিকের লাইনেও আগুন ধরে যাওয়ার আশঙ্কা। হাইটেনশন তারের কারণে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসেও আগুন নেভানোর কাজে হাত লাগাতে পারলেন না। আগুনের জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত। দাঁড়িয়ে গেল আমতা গামী লোকাল । বিধ্বংসী আগুনের তীব্রতায় আশপাশেও ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। এর জেরে মাঝপথেই ট্রেন আটকে গেল লাইনে।
কীভাবে এই আগুন লেগেছে তা এখনও জানা সম্ভবপর হয়নি। তবে দ্রুত আশপাশের আগাছায় জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে না এলে হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল শুরু করা অসম্ভব বলে জানাচ্ছেন স্থানীয়রা। আমতাগামী ট্রেনে আটকে পড়েছেন কয়েকশো যাত্রী। যদিও ছুটির দিন রবিবার বলে অন্য দিনের তুলনায় এদিন ট্রেনে ভিড়ও ছিল কম।
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…